বিশিষ্ট সমাজসেবী রেনীকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা ক্রেস্ট প্রদান

স্টাফ রিপোর্টার
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখা ও জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট নারী নেতৃ শাহীন আকতার রেনীর সাথে রাসিক মেয়রের বাস ভবনে গতকাল দুপুর ২টায় সংস্থার নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করে সাংগঠনিক মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় ও জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার দৈনিক সোনালী সংবাদ সম্পাদক মোঃ লিয়াকত আলী ও নির্বাচন কমিশনার রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ জুলফিকার, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রফিকুল আলম, জেলা শাখার নবনির্বাচিত সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বি.টিভি রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলাম, বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক মাই টিভির ফয়সাল শাহরিয়ার অনতু, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলার সকালের আমিনুল ইসলাম বনি, মোহনপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের প্রমূখ।
অভিনন্দন : জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহীর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন ও সম্পাদক পদে বিটিভি রাজশাহীর প্রতিনিধি আজিজুল ইসলামসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন বাগমারা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়েছে। সেই সাথে বাগমারা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত কমিটির মাধ্যমে রাজশাহীর আপমর সাংবাদিক সমাজের পেশাগত নিরাপত্তা সুরক্ষিত হবে ও শক্তিশালী হবে। পাশাপাশি সাংবাদিকরা স্ব স্ব পেশাগত দায়িত্ব পালনে যে কোন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন উপেক্ষা করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অগ্রগামী হবেন। জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত সদস্যরা সাংবাদিকদের পাশে থেকে তাদের শক্তি ও সাহস জোগাবেন। বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
আরও খবর
- জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ
- মৃত্যুর আগে যে ইচ্ছে পূরণ করতে চান মৌসুমী
- ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা
- বেপরোয়া তাইওয়ানের প্রেসিডেন্ট!
- বিনামূল্যে আটার জন্য ২ জন নিহত
- পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনে মহড়া শুরু রাশিয়ার
- ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সক্রিয় : তথ্যমন্ত্রী
- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলা মুক্ত সেবা দানের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
- বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী জেলা পরিষদ
- মোহনপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল সরকার
- পবায় পুকুর সংস্কারে চাঁদা দিতে অস্বীকার করায় থানায় অভিযোগ
- নওগাঁয় ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন
- সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় রাবিসাসের উদ্বেগ
- মানবতার ফেরিওয়ালা আহসান হাবীব