সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

উদ্দীপনা আর উল্লাসের কমতি ছিলনা জনসভায় আগতদের মাঝে

Paris
Update : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার
গতকাল রবিবার ২৯ জানুয়ারি রাজশাহীর ঐত্যিহাসিক মাদ্রাসা ময়দানে লাখো জনতার উপস্থিতিতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল এক জনসভা। এই জনসভাকে কেন্দ্র করে রাজশাহী জেলার প্রতিটি উপজেলা ছাড়াও বিভাগের অন্যান্য জেলাগুলো থেকেও উপস্থিত হয়েছিল অসংখ্য নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।
জনসভা কেন্দ্রে আসার সময় সমর্থকদের মাঝে লক্ষ্য করা গেছে আনন্দ-উদ্দীপনা। দলীয় সভানেত্রীর প্রতি ভালবাসা আর নেত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ শোনার আগ্রহ দলীয় সমর্থকদের মাঝে আলাদা রকমের এক শক্তি যুগিয়েছে। যার কারনেই জনসভা মাঠে যাবার সময় তারা ঢাক-ঢোল আর বাশি বাজানোর পাশাপাশি নেচেগেয়ে উপস্থিত হয়েছেন সভাস্থলে। শুধু যে, আসার সময়ই তারা আনন্দ-উল্লাস আর উদ্দীপনায় মাতোয়ার ছিলেন তা কিন্তু নয়; জনসভা শেষে বাড়ি ফেরার পথেও সমর্থকরা ঢাক-ঢোল আর বাশি বাজিয়ে আনন্দ-উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেছিলেন। সভাতে আগত নেতা-কর্মী আর সাধারণ সমর্থকদের মাঝে লক্ষ্য করা গেছে প্রচন্ড রকমের বাঁধভাঙ্গা উল্লাস। মাইলের পর মাইল পায়ে হেটে সভাস্থলে তারা এসেছেন গানবাজনার তালে তালে। আওয়ামী লীগ সরকারে নানামুখি উন্নয়ন, বঙ্গবন্ধুর কৃতিত্ব, প্রধানমন্ত্রীর নানাগুণগান নিজেদের মুখে গানের সুরে সুরে মিলিয়ে দূরদুরান্ত থেকে হাজার হাজার সমর্থন ও নেতাকর্মীরা গতকাল রাজশাহীর জনসভাতে এসেছেন।
চাঁপাইনবাবগঞ্জ, তানোর ও নাটোর থেকে আসা সমর্থকদের হাতে লক্ষ্য করা গেছে ঢোল-বাশি সহ অন্যান্য বাদ্যযন্ত্র। ছেলে মেয়ে বৃদ্ধ যুবক সহ সকলেই বাদ্যযন্ত্র আর গানের তালে তালে নেচে গেয়ে উপস্থিত হয়েছেন জনসভাস্থলে। প্রধানমন্ত্রীর আগমনকে চিরস্মরনীয় করে রাখার অভিপ্রায়েই তারা এমন আয়োজন করেছেন বলে মন্তব্য আগতদের। ঢাক ঢোল আর গানের তালে তালে নেচে গেয়ে জনসভাতে আসাতে অন্যান্য সমর্থকদের মাঝেও বিষয়টি উৎসাহ যুগিয়েছে বলেও জানান অনেকেই। দল আর নেত্রীর প্রতি শ্রদ্ধাবোধ আর ভালবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই এমন আনন্দঘন পরিবেশ তৈরি করেছেন গানবাজনার আয়োজকরা বলেও মন্তব্য তাদের। জনসভা মাঠে জনসমুদ্র সৃষ্টি হওয়াতে যারা সেখানে প্রবেশ করতে পারেননি, তারা রাস্তার উপর বসেই শুনেছেন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ। তাতে করে কোন সমর্থকদের নেই বিন্দু পরিমাণ কোন আক্ষেপ বলে জানান তারা


আরোও অন্যান্য খবর
Paris