সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভারতে যুদ্ধবিমানসহ ৩ উড়োজাহাজ বিধ্বস্ত

Paris
Update : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

এফএনএস
ভারতের দুই রাজ্যে কিছু সমযের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তিনটি উড়োজাহাজ। রাজস্থানে একটি চার্টার্ড ফ্লাইট, মধ্য প্রদেশের মোরেনাতে ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুই জায়গাতেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এই তিনটি দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকালে মধ্য প্রদেশের গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখোই-৩০ ও মিরাজ ২০০০ এই দুটি যুদ্ধবিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি উড়োজাহাজ ভেঙে পড়ে। পাইলটদের এখনও খোঁজ পাওয়া জায়নি। ভারতীয় বিমানবাহিনীর চলমান প্রদর্শনী আপাতত বন্ধ রাখা হয়েছে। ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উড়োজাহাজ দুটির ব্ল্যাকবক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাকবক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। বিবৃতিতে আরও বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে দেরিতে শুরু হয়। সুখোই উড়োজাহাজটি সকালে সাড়ে ৯টায় প্রথমবার প্রদর্শনীতে আকাশে উড়ে। এরপরে বিমানটি অবতরণও করে। পরে ১১টা ১৫ মিনিট নাগাদ আবার উড়া শুরু করে বিমান, এরপরই ভেঙে পড়ে। সুখোই উড়োজাহাজে দু’জন পাইলট ছিলেন বলে জানা গেছে। ভেঙে পড়া আরেকটি উড়োজাহাজ মিরাজ-২০০০। এটি প্রথমবার প্রদর্শনী শুরু করার পরই ভেঙে পড়ে। মিরাজ-২০০০ যুদ্ধবিমানে একজন পাইলট ছিলেন। তারও কোনো খোঁজ মিলছে না। ভেঙে পড়া দুটি বিমানের মধ্যে মাত্র পাঁচশো মিটার দূরত্ব ছিল। উড়োজাহাজ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি অন্য় কোনো কারণে ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। অন্য়দিকে, রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড ফ্লাইট ভেঙে পড়ে গতকাল শনিবার সকালে। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। ওই উড়োজাহাজে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris