সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল

Paris
Update : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহীতে ১৪ দলীয় জোটের প্রধান ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে লাল পতাকার মিছিল করেছে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি। শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের সাহেব বাজার জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এসময় নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবারো দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, নারী মুক্তি সংসদ ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা হাতে লাল পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।
পথসভায় সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা প্রমুখ। পথসভা থেকে রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওয়ার্কার্স পার্টির নেতারা। মিছিল উত্তর পথসভায় এসময় মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী আবু সাঈদ, সিরাজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মতিউর রহমান তপন, ফরজ আলী, মহানগর যুবমৈত্রীর সভাপতি মতিউর রহমান মতি, নারী মুক্তি সংসদের জেলার সাধারণ সম্পাদক শাহীনুর বেগম, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক বিজয় সরকারসহ পার্টি ও বন্ধু সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris