রাজশাহীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে সকাল সাড়ে ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে মহানগরীর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়। সোমবার বিকেল ৩টায় র্যালির মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শেষ হবে। রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুজা ফামিন এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ রাজশাহী মহানগর ছাত্রদল ও বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, রাজশাহীর মোহনপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (১ জানুয়ারী) বছরের প্রথমদিনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক। আর সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক রুবেল হোসেন। শুরুতেই উপজেলার ছয় ইউপিসহ সকল ইউনিটের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালী বের করেন। র্যালীটি উপজেলা চত্ত্বরের দলীয় কার্যালয় থেকে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করেন। এরপর দলীয় কার্যালয়ে এসে পথসভা শেষে কেক কাটেন দলটির নেতাকর্মীরা। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুস সামাদ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন, সদস্য আব্দুল কাদের মোল্লা, শাহিনুর রহমান, মিজানুর রহমান মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মাহফুজ আলম শিমুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, সাবেক যুবদল নেতা শাহরিয়ার সাজ্জাদ, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
আরও খবর
- ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪
- ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার
- উপনির্বাচন: ৬ আসনে ভোটগ্রহণ চলছে
- প্রশিক্ষণের মাধ্যমে বৈধভাবে অভিবাসনে যেতে গমনেচ্ছুদের প্রতি আহ্বান ডিসির
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ
- রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- সমস্যায় ধুকছে নিভৃত পল্লীর কুড়িয়াপাড়া দাখিল মাদ্রাসা
- বাগমারায় সেই কলেজ শিক্ষক আনোয়ারুলকে কারাগারে প্রেরণ
- সংসদে আওয়ামী লীগ-জাপা এমপির পাল্টাপাল্টি বক্তব্যে স্পিকারের রুলিং
- চীনে যতো খুশি সন্তান নিতে পারবে দম্পতিরা!
- আবার বাংলাদেশের পথে হাতুরাসিংহে
- মা প্রিয়াঙ্কার সঙ্গে কন্যা মালতি
- একাধিক ধাক্কা বাংলাদেশের অর্থনৈতিককে চ্যালেঞ্জিং করেছে : আইএমএফ ডিএমডি
- দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এখন ১২তম স্থানে
- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে : প্রধানমন্ত্রী