সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব রূপপুর প্রকল্পে!

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

শেখ মেহেদী হাসান, ঈশ্বরদী
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) মুল ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার মালিকানাধীন অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের (এএসই) ভাইস প্রেসিডেন্ট এলেক্সান্দার দেইরি বলেছেন, রাশিয়ান-ইউক্রেন যুদ্ধের কারণে ন্যাটো ভুক্ত জার্মান দেশের কোম্পানি সিমেন্স এজি বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) প্রথম ইউনিটের যন্ত্রপাতি সরবরাহে অস্বীকৃতি জানিয়েছেন। এই কারণে প্রথম ইউনিটের উৎপাদন নির্ধারিত তারিখের চেয়ে অন্তত এক বছর পিছিয়ে যাবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে আরএনপিপির ভিতরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ নির্মাণ কাজে নিয়োজিত বিভিন্ন কোম্পানির সঙ্গে মতবিনিময় সভায় প্রবন্ধে এসব কথা বলেন এলেক্সান্দার দেইরি। এএসই নির্ভরযোগ্য সুত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণেই ন্যাটো ভূক্ত জার্মান কোম্পানি সিমেন্স এজি এই অস্বীকৃতি জানিয়েছেন। তবে তবে প্রথম ইউনিট উৎপাদনে আসার সময় পিছিয়ে যাওয়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন কালে গতকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, আগামী ২০২৩ সালের ডিসেম্বরে রূƒপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদনে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে প্রকল্পের উৎপাদনের নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে ২০২৪ সালের শেষ দিকে বা ডিসেম্বরে দিকে যেতে পারে। তিনি বলেন, একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজও শুরু করতে দেরি হয়েছে। তবে সব কাজের অগ্রগতি সন্তোষজনক। ইতোমধ্যেই প্রথম ইউনিটের ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুরের কাজে দেরি হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সব কাজ ঠিকমতো হবে। বিদ্যুৎ বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সমন্বয়েই প্রকল্পের কাজ চলছে।


আরোও অন্যান্য খবর
Paris