সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গোমস্তাপুরে মুদ্রা বিক্রির নামে প্রতারণা

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুসম্পর্ক গড়ে মুদ্রা বিক্রির নামে প্রতারণা চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রহনপুর পৌরসভার মুক্তাসা হল রোডের মেডিকেল রোড এলাকার দেলুয়ার হোসেনের থাই অ্যান্ড অ্যালুমিনিয়াম দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন রহনপুর পৌর এলাকার নুনগোলা এলাকার রবিউল ইসলাম (৪০), উপজেলার সাহেবগ্রামের এরফান আলী (৬৫), পৌর এলাকার ডাকবাংলাপাড়ার ওবায়দুল ইসলাম (৪০) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আশরাফুল ইসলাম (৪৩)। এ সময় কয়েকটি ভুয়া কয়েন উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুয়া কয়েনসহ তাদের চার সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মুদ্রাগুলো অনেক মূল্যবান এবং বিশ্ব বাজারে এসব মুদ্রার অনেক দাম। এসব নানান কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল চক্রটি। আর কৌশলে তারা প্রথম সহজ সরল ব্যক্তিকে টার্গেট করে। তাদের সঙ্গে আগে ভালো সম্পর্ক তৈরি করে বিশ্বাস অর্জন করত তারা। পরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যেত। আটকদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।


আরোও অন্যান্য খবর
Paris