সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোলাম আরিফ টিপু কখনো আপোষ করেননি : মেয়র রাজশাহী ওয়াসার নতুন উদ্যোগকে আত্মঘাতী বলছে সুশীল সমাজ জনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে বিজয়ী হতে পারে না : প্রধানমন্ত্রী লালপুরে আ.লীগ নেতা মঞ্জু হত্যার ঘটনায় ২ জন আটক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন সভাপতির লড়াই বাগমারায় মিথ্যা অভিযোগ দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতন গোদাগাড়ী উপজেলায় লড়াই হবে ত্রিমূখী আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

নাচোলে আদিবাসী ও দলিতদের জীবন মান উন্নয়নে গণশুনানি

Paris
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

নাচোল থেকে প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী ও দলিতদের জীবন মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর বিকেলে নাচোল ডাকবাংলা মাঠে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। আয়োজকবৃন্দ বলেন, সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। এক্ষেত্রে, নাচোল উপজেলা পরিষদ কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণকেও ইতিবাচক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সমতলের আদিবাসী প্রতিনিধি বিধান শিং তার বক্তব্যে বলেন, সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের আমরা খাবার হোটেলে বসতে পারি না। এব্যাপারে ধ্রবতারা যুব ফোরামের সাধারণ সম্পাদক, অমীও প্রাপন চক্রবর্তী অর্ক বলেন, আদিবাসী এবং দলিতদের জীবন মান উন্নয়ন নিজেদের পরিবর্তন করতে হবে। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে, তাদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তবেই তারা সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। এগণশুনানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রয়েল, সমাজ সেবার মাঠ সংগঠক সুকাম আলী।


আরোও অন্যান্য খবর
Paris