শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শালবাগান পাওয়ার মোরে স্পীড ব্রেকারহীন ইউটার্ন রাস্তাটি ঝুঁকিপূর্ণ

Paris
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
দূর্ঘটনা রোধে রাজশাহী নগরীর ছোট ও মাঝারি রাস্তাগুলো ছাড়াও প্রধান প্রধান সড়কগুলোতে ছিল স্পীডব্রেকার। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালতসহ দূর্ঘটনা প্রবণ এলাকা সংলগ্ন রাস্তাগুলোতে স্পীডব্রেকার কিংবা জেব্রা ক্রসিং দেয়া হতো গাড়ির গতিবেগ কমানোর উদ্দেশ্যে। কিন্তু বর্তমানে হাইওয়ে ও ফোরলেনের রাস্তাগুলো ছাড়াও ভিআইপি সড়কের উপর এখন আর দেখা যায় না স্পীড ব্রেকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি। যার কারনেই প্রতিনিয়তই হালকা গাড়ির পাশাপাশি পথচারিরা পতিত হচ্ছেন ছোটখাটো দূর্ঘটনার কবলে। এমনই এক ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করেছ নগরীর শালবাগানস্থ পাওয়ার মোড় এলাকার টিটু সুপার মার্কেটের সামনের ইউটার্ন সড়কটি। ঐস্থান দিয়ে প্রতিদিন সেই সকাল থেকে রাত্রি অবদি চলাচল করে হাজার হাজার গাড়ি। রাস্তাটির একাংশ লম্বা ইউটার্ন হওয়াতে চলাচলের সময় ঝুঁকি থাকে প্রায় সার্বক্ষণিক। ঐস্থানের বিভিন্ন ব্যবসায়ি, বিজিবি স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়দের দেয়া তথ্য মতে সরেজমিনে গিয়ে দেখাগেছে, পাওয়ার হাউস মোড় থেকে ছোনবনগ্রাম, বারোরাস্তা, চন্দ্রিমা থানাসহ ভদ্রা যাওয়া আসার জন্য গুরুত্বপূর্ণ এই রাস্তাটি গাড়ি চালক ও পথচারিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার হাউস মোড় অতিক্রম করে দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলোকে টিটু মার্কেট সংলগ্ন ইউটার্ন স্থানটি মোড় নিতে প্রায়শই পড়তে হয় চরম বিপাকে। কারণ, চলমান গাড়িগুলো দক্ষিণ দিকে থেকে ইউটার্ন নিয়ে পূর্বদিকে যাবার জন্য পুরোটাই নির্ভর করতে হয় বিপরীত দিক থেকে আসা গাড়িগুলোর সাবধানতা ও গতিবেগের উপর। একইবস্থা বিরাজ করে পূর্বদিক থেকে আসা গাড়িগুলোর ইউটার্ন নিয়ে দুক্ষিণ দিকে যাবার জন্য। ইউটার্ন স্থানটি শুধু যে দক্ষিণ আর পূর্বমূখি ঝুঁকির মধ্যে অবস্থান করছে কিন্তু নয়; অতিরিক্ত ঝুঁকি হিসেবে সকাল ও দুপুরে উকি দিচ্ছে বিজিবি স্কুলে আসা যাওয়া করা শিক্ষার্থীদের জন্যও। ইউটার্ন স্থানটি তিন রাস্তার সমাহার হওয়াতে ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। পূর্বদিক থেকে আসা গাড়িগুলো দক্ষিণ আর উত্তর দিক থেকে আসা গাড়িগুলোর জন্য সর্বদা সৃষ্টি করছে ঝুঁকি। আবার দক্ষিণ ও উত্তর দিক থেকে আসা গাড়িগুলো পূর্ব দিক থেকে আসা গাড়িগুলোর জন্য সৃষ্টি করছে ঝুঁকি। স্থানীয়দের দেয়া তথ্য মতে, ইউটার্ন স্থানটিতে প্রায়শই ছোটখাটো ও মাঝারি ধরনের দূর্ঘটনা ঘটতেই থাকে। ইউটার্ন স্থানটির দক্ষিণ ও পূর্বদিকের অংশে দুটো স্পীডব্রেকার দিয়ে এমন ধরনের অনাকাঙ্খিত দূর্ঘটনা থেকে পরিত্রাণ পেতো চলাচলকারিরা বলে মন্তব্য স্থানীয়দের। স্থানটি দিয়ে দ্রুতগতিতে ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক, মটর সাইকেল, ভ্যান ও প্রাইভেট কার সহ অন্যান্য গাড়িগুলো চলমানবস্থায় ইউটার্ন স্থানটি অতিক্রম করার সময় খুব একটা গতি কমান না। যার কারণে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো কিছু বুঝে উঠার আগেই ঘটে যায় বিপত্তি।

 


আরোও অন্যান্য খবর
Paris