মঙ্গলবার

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন রেখা

Paris
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

শিবগঞ্জ প্রতিনিধি
আগামীকাল ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন সংরক্ষিত ২ আসনের নারী সদস্য পদপ্রার্থী শাহিদা খাতুন রেখা। গত শনিবার সকালে নারী সদস্য পদপ্রার্থী শাহিদা খাতুন রেখার ব্যানারে শিবগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এতে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত নির্বাচনে আমি অংশ নিয়ে বিজয়ী হয়েছিলাম। কিন্তু এ নির্বাচনে অর্থ লেনদেনসহ বিভিন্ন অনিয়ম হচ্ছে। ফলে সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, আমি মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী। দলের মধ্যে কোন লবিং গ্রুপিংয়ে আমি বিশ্বাসী নয়। তাই জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক লবিং গ্রুপিং চলছে। যা মেনে নেয়া সম্ভব নয়। ফলে জেলা পরিষদের সংরক্ষিত ২ আসনের নারী সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন বর্জন করছি। কারো প্ররোচনা বা উৎসাহে নয়, অনিয়ম ও লবিং গ্রুপিংয়ের কারণেই স্বেচ্ছায় নির্বাচন বর্জন করলাম। সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris