রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

রাজশাহীকে হারাল ঢাকা মেট্রো

Paris
Update : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

স্পোর্টস রিপোর্টার
ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় লক্ষ্য দিতে পারেনি রাজশাহী। তবে নাহিদ রানার বোলিংয়ে আশা জাগিয়েছিল তারা। সফল হতে দেননি ঢাকা মেট্রোর শেষ দিকের ব্যাটসম্যান আবু হায়দার রনি। ক্যামিও ইনিংসে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহী বিভাগকে ২ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। ম্যাচের শেষ দিন ৩৮.৪ ওভারে ১৭৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে দলটি। এই জয়ে পাঁচ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে মেট্রো। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রাজশাহী। ম্যাচের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির পরও ২৫২ রানে অলআউট হয় রাজশাহী। জবাবে নাইম শেখ ও শরিফউল্লাহর সেঞ্চুরিতে ৩৭৩ রান করে মেট্রো। তাদের লিড দাঁড়ায় ১২১ রানে। দ্বিতীয় ইনিংসে রাজশাহী করে ২৯৭ রান। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৫৯ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করে রাজশাহী। এর সঙ্গে আর ৩৮ রান যোগ করতে পারে তারা। অধিনায়ক সানজামুল হকের ব্যাট থেকে আসে ৪৮ রান। ঢাকা মেট্রোর পক্ষে ৪ উইকেট নেন অফস্পিনার শরিফউল্লাহ। রান তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যান ঢাকা মেট্রোর ওপেনার রাকিন আহমেদ। দ্বিতীয় উইকেটে ওয়ানডে মেজাজে খেলতে থাকেন মোহাম্মদ নাইম শেখ ও আইচ মোল্লা। দুজন মিলে ১৩.১ ওভারে গড়েন ৮৩ রানের জুটি। ৩ চার ও ২ ছয়ের মারে ৩৫ বলে ৩৮ রান করে আউট হন নাইম। তরুণ আইচ ৮ চার ও ২ ছয়ে ৫১ বলে ৫১ রান করেন। এরপর শামসুর রহমান শুভ, জাহিদুজ্জামান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফউল্লাহরা ইনিংস বড় করতে ব্যর্থ হলে শঙ্কায় পড়ে যায় মেট্রো। জয়ের জন্য ১২ রান বাকি থাকতে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান কাজী অনিক। নাহিদের বোলিংয়ে আশা জাগে রাজশাহী শিবিরে। তার করা ৩৯তম ওভারে পরপর ছক্কা ও চার মেরে ম্যাচ শেষ করেন আবু হায়দার। তিনি ১৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ২০ বছর বয়সী পেসার নাহিদ দ্বিতীয়বার নেন ৪ উইকেট। সানজামুলের শিকার ৩ উইকেট।

 


আরোও অন্যান্য খবর
Paris