সোমবার

১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে ২১ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দিচ্ছে সরকার ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ পাচারচক্রের মুল হোতারা আরডিএ খাঁচা মার্কেটের দেয়ালে গাছের শেকড়ের ফাঁটল, মারাত্মক ঝুঁকিতে ভবন ফাহাদ বায়োলজি থেকে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ২৫৯ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান ১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম পুকুর সংস্কারের মাটি বানিজ্য ব্রীজের মুখ বন্ধ, রাস্তা নষ্ট দুর্গাপুরে রিটার্নিং ওয়াল নির্মাণে দুই ইউপি সদস্যের অভিনব প্রতারণা রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত লোকসান মাথায় নিয়েই ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হবে আগামী ১০ জুন

ভাড়াটিয়া সেজে নগরীর একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

Paris
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর শিরোইল কলোনী এক নম্বর গোলির মরহুম ইউসুফ শেখ মগলুর বাড়িতে বাসা ভাড়ার নেবার নাম করে দুই ভরি সোনা, এক ভরি চাদির গহনা ছাড়াও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, গতকাল দুপুর বারোটা ত্রিশ মিনিটে তিনজন মহিলা বাসা ভাড়ার নাম করে প্রবেশ করে মগলুরের বাড়িতে। সমস্ত বাড়ি ঘুরে দেখার পর ভাড়াটিয়া বাড়ির মালিককে বলেন, বাসা আমাদের পছন্দ হয়েছে। আমরা আজই উঠবো। আপনি আমাকে টাকা ভাংতি করে দেন। মগলুরের স্ত্রী সরল বিশ^াসে ভাড়াটিয়াদের সামনেই আলমিরা খুলে টাকা ভাংতি করে দেয়। টআকা ভাংতি করার পর ভাড়াটিয়ারা বাড়ির মালিকের স্ত্রীকে কিছু হাদিস শোনান। ঐসময় যোহরের আযান দেওয়া মাত্রই ভাড়াটিয়ারা বলেন আমরা নামায পড়বো, নামাজের ব্যবস্থা করা যাবে।

মালিকের স্ত্রী প্রত্তুতরে বলেন, আমি গোসল করে আসি আপনারা একটু অপেক্ষা করেন। তিনি গোসল করতে গেলে ভাড়াটিয়ারা সুযোগ তৎক্ষণাৎ আলমিরা খুলে সেখান থেকে কয়েক ভরি সোনা ও নগদ তিন হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মগলুরের স্ত্রী গোসল থেকে এসে দেখে আলমিরা খোলা, ভাড়াটিয়ারাও ঘরের ভেতর নেই। তিনি চিৎকার দিলে ডলি নামের অন্য ভাড়াটিয়া এগিয়ে আসে। আশেপাশে তাদের খুজে পাওয়া না গেলে ভুক্তভোগি চন্দ্রিমা থানায় গিয়ে একঠি লিখিত অভিযোগ দায়ের করেন। তিন ভাড়াটিয়ার নিজেদের মুখ মাস্ক দিয়ে ঠেকে রেখেছিলেন। তাদের সঙ্গে ছিল চার বছরের একটি শিশু বলে জানান বাড়ির মালিকের স্ত্রী(৫৫)। চুরি হয়েছে এক জোড়া রুলি বালা, একটা সোনার সেন, একটি সোনার আংটি, সোনার তিনটি কানের টপ, একটি সোনার ব্রেসলেট, চাঁদির দুটো আংটি ও নগদ আড়াই হাজার টাকা।


আরোও অন্যান্য খবর
Paris