সোমবার

১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে ২১ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দিচ্ছে সরকার ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ পাচারচক্রের মুল হোতারা আরডিএ খাঁচা মার্কেটের দেয়ালে গাছের শেকড়ের ফাঁটল, মারাত্মক ঝুঁকিতে ভবন ফাহাদ বায়োলজি থেকে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ২৫৯ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান ১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম পুকুর সংস্কারের মাটি বানিজ্য ব্রীজের মুখ বন্ধ, রাস্তা নষ্ট দুর্গাপুরে রিটার্নিং ওয়াল নির্মাণে দুই ইউপি সদস্যের অভিনব প্রতারণা রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত লোকসান মাথায় নিয়েই ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হবে আগামী ১০ জুন

ঘুষিতে নাক ফাটনোর অভিযোগ টিএসআই

Paris
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

রংপুরে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে হাসান আল মামুন নামে এক যুবকের নাক ফাটানোর অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (টিএসআই) সজল কুমারের বিরুদ্ধে। গত বুধবার রাত ১১টার দিকে পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়। গাড়ির কাগজপত্র ঠিক থাকার পরও জোরপূর্বক মামলা দেওয়ার চেষ্টা করেন ওই ট্রাফিক পুলিশ। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মামুনের নাকে ঘুষি মারেন তিনি। এ ঘটনায় ট্রাফিক পুলিশের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে প্রত্যক্ষদর্শীরা ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আহত মামুন রংপুর মহানগরীর মাহিগঞ্জ কলেজ রোডের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনসুর আহমেদের ছেলে। ভুক্তভোগীর অভিযোগ, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওষুধ কিনতে নগরীর আজাদ হোমিও হলের সামনে মোটরসাইকেল রেখে দোকানের ভেতরে যান মামুন। ওষুধ নেওয়া শেষে তিনি বাড়ির দিকে রওনা হলে পথে রংপুর মহানগর ট্রাফিক পুলিশের টিএসআই সজল কুমার ও শফিকুল ইসলাম এসে তার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। পুলিশের কথা মতো মামুন ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র দেখান। সবকিছু ঠিক দেখানো হলেও ট্রাফিক পুলিশ তার ওপর ক্ষুব্ধ হয়ে সড়কে মোটরসাইকেল রেখে চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে মামলা দেবেন বলে জানান। এ সময় মামুন মোটরসাইকেল নিয়ে দোকানের সামনে থেকে চলে যাওয়ার চেষ্টা করলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মামুনের নাকে ঘুষি মারেন টিএসআই সজল। এতে মামুনের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে এবং তিনি রাস্তায় পড়ে যান। এ দৃশ্য দেখে পথচারী ও স্থানীয়রা ওই পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আশপাশে থাকা অন্যান্য ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সজলসহ মামুনকে নগরীর সেন্ট্রাল রোডস্থ ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানা পুলিশের ওসি মাহফুজার রহমান বলেন, মামুনসহ অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্যদের ডিবি কার্যালয়ে এনে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করাসহ বিষয়টি সুরাহা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris