শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ

রাজশাহী জেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হলেন অধ্যক্ষ আবুল

Paris
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রাজশাহী জেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হলেন চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল। তিনি বর্তমানে বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান ও পানিয়া নরদারশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ। সেই সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের বাড়ি নরদাশ ইউনিয়নের নরদাশ গ্রামে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আরকেএম মোসলেম উদ্দীনের ছেলে। পিতার আদর্শকে ধারণ করে জনসেবার পাশাপাশি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে প্রকাশিত তালিকায় গোলাম সারওয়ার আবুলকে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি জেলায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির মাধ্যমে এই ঘোষণা প্রদান করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত কমিটি মাধ্যমে এ সংক্রান্ত একটি মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রার্থীর তালিকা জেলায় পাঠানো হয়। সেই তালিকা হতে জেলার প্রতিটি উপজেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে সেখানে যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris