শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি

Paris
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশীরা দাবি করেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ইশতেহার হলেও বিগত চার বছরে চাকরির বয়সসীমা বাড়ানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো নির্যাতনের শিকার হতে হচ্ছে। সরকারবিরোধী কোনো ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত নন উল্লেখ করে চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বয়সসীমা ৩৫ থাকার পরও করোনার ক্ষতি পুষিয়ে নিতে আবেদনের বয়সসীমা বাড়িয়েছে। অথচ আমরা ১৯৯১ সাল থেকে ৩১ বছর ধরে এক অচলায়তনের মধ্যে আছি। চাকরিপ্রত্যাশী সাজিদ সেতু বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি প্রদান করা হয়েছ। তার ব্যক্তিগত কর্মকর্তা গাজি লিকুর মাধ্যমে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমাদের উপলব্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে বিষয়টি উনাকে উপলব্ধি করানো যেতে পারে। কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করেও সেই সুযোগ পাইনি। আপনাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ প্রাপ্তির জোরালো আবেদন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর উদ্দেশে চাকরিপ্রত্যাশী মুক্তা সুলতানা বলেন, আপনি ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। আপনি জননেত্রী, বঙ্গবন্ধুর কন্যা। আমরা আপনার সাক্ষাৎ প্রত্যাশা করছি।এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris