শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে আত্মগোপনে আছে আরও ২ জন। স্থানীয়দের অভিযোগ, নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে ভদু (৪০)। আহতরা আত্নগোপনে থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানের দল ভারতে গরু আনতে অবৈধভাবে প্রবেশ করার পর গরু আনতে যায়। মঙ্গলবার দিবাগত রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে এ হতাতের ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতের স্বজন তরিকুল ইসলাম ও মনাকষা ইউনিয়নের ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মুঠোফোনে তিনি বলেন, গত রাতে বিসিএফের গুলিতে একজন মারা গেছেন। এছাড়াও গুলিতে আরও দুইজন আহত হয়েছেন। তবে লাশের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য  নেই। বিজিবি গোলাগুলির বিষয়ে কিছুই জানে না। এমনকি বিএসএফের দিক থেকেও কিছুই জানানো হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris