রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িচালককে জরিমানা

Paris
Update : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

এফএনএস : রাজধানীর শব্দহীন এলাকা সচিবালয়ের হর্ন বাজানোর অপরাধে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িচালককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি গাড়িগুলো হর্ন বাজালেও জরিমানা করা হয় না, অভিযান চলাকালে এমন প্রশ্ন তুলেন সাংবাদিকরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িচালককে জরিমানা করা হয়। সোমবার(২৯ আগস্ট)  সচিবালয়ের পাশের সড়ক রেলভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিণ হক। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৬টি গাড়ির চালককে হর্ন বাজানোর অপরাধে চার হাজার ২০০টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক বলেন, সচিবালয় এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। তাই হর্ন বাজালেই আমরা জরিমানা করছি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা চলে আসলে সিএনজিচালককেও ২০০ টাকা জরিমানা করা হয়। পরে সাংবাদিকরা প্রশ্ন করেন, যেহেতু সচিবালয়ের পাশে, এখানে অনেক সরকারি গাড়ি আছে যারা হর্ন বাজাচ্ছে। তাদের কেন জরিমানা করা হচ্ছে না। জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো সদুত্তর দিতে পারেননি। তৎক্ষণিক একটি প্রাইভেট গাড়ি চলে আসলে গাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাইনবোর্ড দেখা যায়। এ সময় সাংবাদিকদের তোপের মুখে গাড়িকে দাঁড় করিয়ে চালককে ২০০ টাকা জরিমানা করা হয়। তবে কোন দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি তা জানা যায়নি। পরে ওই গাড়ির চালক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করলে গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। কিন্তু কর্তব্যরত পরিবেশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, এখানে সাংবাদিকরা আছে স্যার। পরে ওই গাড়িকে ২০০ টাকা জরিমানা করা হয়। পরিবেশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোন করে তার গাড়ি ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু কোন অধিদপ্তরের বা নাম কী তা পরিচয় দেননি বলে জানান পরিবেশ কর্মকর্তা। ওই গাড়ির চালকের দাবি, তিনি হর্ন বাজাননি। তাকে দাঁড় করিয়ে পরে জরিমানা করা হয়েছে। এদিন ১৬টি গাড়িকে হর্ন বাজানোর অপরাধে ৪ হাজার ২০০টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৪টি প্রাইভেটকার, দুটি সিএনজিচালিত অটোরিকশা, ও ১০টি মোটরসাইকেল। ২০০৬ সালের পরিবেশ আইনে তাদের জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক বলেন, যেহেতু সচিবালয় এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। তাই হর্ন বাজালেই আমরা জরিমানা করছি। তিনি বলেন, এলাকা ভেদে ঢাকা শহরে সর্বোচ্চ ৮০ ডেসিমেল পর্যন্ত হর্ন বাজানোর নিয়ম আছে। কিন্তু সচিবালয় যেহেতু নিরব এলাকা, এখানে হর্ন বাজানোই নিষিদ্ধ। তাই আমরা কেউ হর্ন বাজালেই ধরে জরিমানা করছি।

 


আরোও অন্যান্য খবর
Paris