শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ

নাচোলের সাবেক ভাইস চেয়ারম্যান বাবুকে হত্যা চেষ্টার অভিযোগ

Paris
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুকে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। জমি সংক্রান্ত পূর্বের জের ধরে হত্যার চেষ্টা চালায় বলে থানায় দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার রাতে রেজাউল করিম বাবুর পিতা জবদুল হক নাচোল থানায় অভিযোগটি দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু তাঁর নির্মানাধীন ভবন বাসস্ট্যান্ড থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ী ফিরছিলেন। এসময় নাচোল বাজারের একটি হোটেলের সামনে বাবুর মোটর সাইকেল গতিরোধ করে মোস্তফিজুর রহমান বুলেট ও মনিরুল ইসলামের নেতৃত্বে প্রায় ১০/১২জন লোক হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে এবং শ্বাশরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এসময় পকেটে থাকা ৬১ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় রেজাউল করিম বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

তিনি এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে। রেজাউল করিম বাবু নাচোল উপজেলা আওয়ামীলীগের প্রবীন সদস্য জবদুল হকের ছেলে। বাবুর পিতা জবদুল হক জানায় বাবুর বাম হাতের একটি হাড় ভেঙ্গে গেছে এবং গলায় হাড়ের সমস্যা দেখা দিয়েছে। বাবুর শরীরে লোহার রডের মারধরের প্রচুর দাগ রয়েছে। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নূরে আলম সিদ্দীকি জানান, রেজাউল করিম বাবুকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে আনা হয়। তাঁর শরীরে বিভিন্ন অংশে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এবিষয়ে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান,পূর্ববিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris