শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ

চাঁপাইনবাবগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সভা

Paris
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর পৌনে ১২টায় জেলা শহরের অভিজাত হোটেলে এনসিডিসি’র উদ্যোগে ও বিশ^স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় অবহিতকরণ সভা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সৈয়দ মাহফুজুল হক, প্রোগ্রাম ম্যানেজার ডা. শহিদুল ইসলাম, জেলা বিএমএ’র সভাপতি ডা. দুররুল হোদা, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী প্রমুখ। বক্তারা বলেন, দিন দিন মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। আর মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন মাত্র ৩০০ জন। মানসিক স্বাস্থ্য বিষয়ে অন্য জনবলও অপ্রতুল।

 

সরকারি-বেসরকারি পর্যায়ে মানসিক স্বাস্থ্য বিষয়টি এখন পর্যন্ত অবহেলিত। তাই মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারের নজর বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। দক্ষ জনবল বাড়ানোর পাশাপাশি অবকাঠামো নির্মাণ, সমন্বিত চিকিৎসা পদ্ধতি গড়ে তোলা এবং প্রতিটি হাসপাতালে মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ ইউনিট ও শয্যার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের রেজিষ্ট্রার ডা. আহসান আজিজ সরকার। পরে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাইমারী হেলথকেয়ারের সাবেক পরিচালক ডা. খালেদা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মাতিন, জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris