সোমবার

১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

জাহানারা জামান স্মৃতি ২য় বিভাগ ফুটবল লীগের ফল

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লীগে গতকাল বুধবার (৬ জুলাই) এ আর স্মৃতি রতন আহমেদের হ্য্রাটিকের সুবাদে ৫-১ গোলে হারায় গোদাগাড়ী আবাহনী ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের পক্ষে রতন আহমেদ ৪টি, মনিরুল ১টি গোল করেন। বিজিত দলের পক্ষে রনি ১টি গোল পরিশোধ করেন।

 

দিনের অন্য খেলায় সজলের হ্য্রাটিকের সুবাদে আর ডি এ সাহেববাজার স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে হারায় কাটাখালি ফুটবল একাডেমীকে। বিজয়ী দলের পক্ষে সজল ৩টি ও শামসুজ্জামান ১টি গোল করেন। বিজিত দলের পক্ষে সৌরব ১টি গোল পরিশোধ করেন। আজ বুহস্পতিবার পবিত্র ঈদুল আজহার কারনে খেলা বন্ধ থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris