বুধবার

১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ উৎকণ্ঠার অবসান, স্বজনের বুকে ২৩ নাবিক কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু ২৬ মে, ফাঁকা থাকবে ৮ লাখের বেশি আসন সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান বিএসএফ’র পোশাকধারী মাদক পাচারকারী রাজশাহীর রেন্টু আটক

বাগমারায় প্রধান শিক্ষক কছির উদ্দিনের অবসর জনিত বিদায়

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কছির উদ্দিন প্রামানিক এর অবসর জনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটায় কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় জানানো হয়।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ড.আব্দুল মুমীত, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রবীণ শিক্ষক নাসির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক রাশেদুল হক ফিরোজ প্রমূখ।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ এর পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বকুল খরাদি, আরিফুল ইসলাম রনি, এসএম হাসানুজ্জামান, আক্কাছ আলী সাদনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ, সাবেক শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris