বুধবার

২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বগুড়া কারাগারের ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে আটক শহীদ এএইচএম কামারুজ্জামানের বর্ণাঢ্য জীবন, আজ জন্মবার্ষিকী নাচোলে ইলামিত্র সংগ্রহশালা পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলা হবে শিশুশ্রম মুক্ত : প্রতিমন্ত্রী শেখ হাসিনা দেশ বিক্রি করে না : প্রধানমন্ত্রী দিল্লি সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী বাইডেন-ট্রাম্প মুখোমুখি বিতর্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, গুরুত্ব পাবে মানসিক যোগ্যতা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, মুক্তি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ নাটোরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

মৎস্য পরিবহণে মোবাইল অ্যাপ্লিকেশন মাছ গাড়ি বিষয়ক অবহিতকরণ

Paris
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : ৩১ মে মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাছ পরিবহনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাছ গাড়ি’ বিষয়ক এক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় ওয়ার্ল্ডফিস কর্তৃক বাস্তবায়নাধিন মাছ পরিবহনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাছ গাড়ি’ বিষয়ক এক পর্যবেক্ষণ সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েন সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাজার ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে মৎস্য খাতে প্রবৃদ্ধি অর্জন করা। সভায় অন্যান্যদের মধ্যে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এস এম ফেরদৌস আলম, যুগ্ম সচিব জনাব হাফছা বেগম, উপ সচিব এবং মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক খ:মাহবুবুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে আরো যুক্ত ছিলেন বিভিন্ন জেলার প্রায় ২৫ জন জেলা মৎস কর্মকর্তা। সভায় মাননীয় সচিব তাঁর বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মৎস্য খাত এ মাছ গাড়ি সংযোজন একটি উল্লেযোগ্য ভূমিকা রাখবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি মাছ চাষী, পরিবহন এবং অন্যান্য ক্ষেত্রে যুগাস্তকারী অবদান রাখবে। সভা পরিচালনা করেন হাফছা বেগম, যুগ্ম সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সভায় ‘মাছ গাড়ি’ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে জানা যায় যে এই অ্যাপসের মাধ্যমে ইতিমধ্যেই ১৭৪৭ টি ট্রিপ এবং ৭৩২ মেট্রিক টন মাছ প্রকল্প এলাকা থেকে পরিবহন করা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে, ইউএসএআইডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি, ওয়ার্ল্ডফিস এর পক্ষে উপস্থিত ছিলেন ড. মনজরুল করিম, চিফ অফ পার্টি এবং ড. মো: সামসুল কবির, ডেপুটি চিফ অফ পার্টি। মাছ গাড়ি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্বল্প খরচে চাষীরা মাছ পরিবহন করতে পারবেন এতে করে মাছ পরিবহনে চাষি ও মৎস্য বিষয়ক অন্যান্য স্টেকহোল্ডারগণ উপকৃত হবেন এবং মাছ পরিবহন এ সময় ও খরচ সাশ্রয় হবে। তাছাড়া ভোক্তা পর্যায়ে মাছ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। যে সব চাষীদের স্মার্ট ফোন নেই তাদের কথা বিবেচনা করে এই পরিবহণ ব্যবস্থায় একটি কার্যকর কল সেন্টার এর ব্যবস্থা করা হয়েছে। চাষীরা প্রয়োজন এ কল সেন্টার এ কল করার মাধ্যমেও এই সেবা নিতে পারেন। মাাছ গাড়ি মোবাইল অ্যাপ্লিকেশনটি ইউএসএআইডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি এর আওতায় ওয়ার্ল্ডফিসের বাস্তবায়নে এবং মাঠ পর্যায়ে এম ওয়ার্ল্ড কর্তৃক পরিচালিত হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris