বুধবার

১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হাইকোর্টের রায়ে চাকরি ফিরে পেলেন রাবির এক কর্মচারী

Paris
Update : বুধবার, ১ জুন, ২০২২

রাবি সংবাদদাতা : চাকরিচ্যুত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীকে স্বপদে বহালের আদেশ দিয়েছে হাইকোর্ট। মাসুদুর রহমান নামের এই কর্মচারী শহীদ হবিবুর রহমান হলের দৈনিক মজুরী ভিত্তিতে নিম্নমান সহকারী। জানা যায়, গত ২৭ মার্চ মাস্টাররোল কর্মচারী মাসুদের বিরুদ্ধে শহীদ মিনার ও জাতীয় দিবসের মর্যাদা ক্ষুন্ন করা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে চাকরিচ্যুত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।

যার রিট পিটিশন নাম্বার ২৯৩৪ অব ২০২১। এরপর তার রিটের প্রেক্ষিতে ৩০ মে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মুজিবুর রহমান ও খিজির হায়াতের দ্বৈতবেঞ্চ উক্ত আবেদন মঞ্জুর করে তাকে চাকরিতে বহালের আদেশ জারি করেন। এ আদেশের পর ৩১ মে (মঙ্গলবার) মাসুদ কাজে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আদালতের ওই আদেশ কার্যকর করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান।


আরোও অন্যান্য খবর
Paris