রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

‘বলিউডের বাজার খেয়ে ফেলেছে দক্ষিণী সিনেমা’

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

এফএনএস : কিছুদিন বলিউডের সব ছবিকে কোণঠাসা করে ব্যবসা করলো দক্ষিণি ছবি ‘পুষ্পা: দ্য রাইস’। আর এখন আরেক দক্ষিণি সিনেমা ‘আরআরআর’ তুমুল ব্যবসা করেছে বলিউডে। এরপর মুক্তি পাচ্ছে ‘কেজিএফ চ্যাপ্টর টু’। এই ছবিটিও তুমুল ব্যবসা করবে বলে ধারণ বলিউড বিশ্লেকদের। বলিউডে দক্ষিণি ছবির এমন দাপটে নড়েচড়ে বসেছে বলিউড তারকা ও পরিচালকরা। বলিউড ভাইজান সালমান খান তো বলেই ফেললেন, ‘বলিউডের বাজার খেয়ে ফেলেছে দক্ষিণী সিনেমা।’

সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড বিষয়ক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এ কথা বলেন সালমান। সালমান খানের বরাতে এই মন্তব্য প্রকাশ করেছে ইন্ডিয়া এক্সপ্রেস। ওই সাংবাদিক সম্মেলনে দক্ষিণে বলিউডের ছবি চলে না চললেও বলিউডে দক্ষিণের ছবি কেনো তুমুল ব্যবসা করছে তার ব্যাখাও দেন সালমান। সালমনের মন্তব্য, বলিউডে আরও বেশি করে হিরোইজম ছবি করা উচিত। দক্ষিণী ইন্ডাস্ট্রি আসলে সবসময়েই হিরোইজম এ বিশ্বাসী। আমরাও কিন্তু তাই। সিনেমা হল থেকে বেরনোর পর দর্শকরা হিরোইজমই খোঁজে বা চায়। বলিউডে এক-দু’ জন ছাড়া এরকম সিনেমা কেউ বানায় না।

আমাদের উচিত এবার থেকে আরও বেশি করে ‘লার্জার দ্যন লাইফ’ গোছের ‘হিরোইজম’ সিনেমা তৈরি করা। আমি তো সেরকমই সিনেমা করছি খালি। হ্যাঁ, এটা আলাদা বিষয় যে, অনেকেই মনে করছেন আমি ভীষণ একঘেয়ে হয়ে গিয়েছি। হিরোইজম-এর সঙ্গে দর্শকরা ভাল কানেক্ট করতে পারেন। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলিউড সুপারস্টার এও যোগ করেন যে, “সেলিম-জাভেদদের সময়ে এই ধরণের ছবি তৈরি করা হত। তবে এখান দক্ষিণী পরিচালকরা সেটাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।

দক্ষিণী সিনেমার অনুরাগীদের সংখ্যা প্রচুর। আর আমিও তো এখন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ওদের ফিল্ম মেকিংয়ের স্টাইলই আলাদা। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির কাহিনিকাররাও ভীষণ পরিশ্রম করতে পারেন। কী সুন্দর কনসেপ্ট ওদের ছবিগুলোর। এমনকী, স্বল্প বাজেটের ছবি তৈরি করলেও দর্শকরা ওদের সিনেমা দেখতে যান। সম্প্রতি দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীর আগামী ছবি ‘গডফাদার’-এ অভিনয় করেছেন সালমান খান।

যে সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যাত্রা করছেন তিনি। আইফা অ্যাওয়ার্ডস-এর সাংবাদিক বৈঠকে দক্ষিণী সিনেমা নিয়ে মুখ খুলেছিলেন ভাইজান। অভিনেতা এও জানান যে, “চিরঞ্জিবীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। চিরু গরুকে বহু বছর ধরে চিনি আমি। ও আমার বন্ধুও। ওর ছেলে রাম চরণও আমার ভাল বন্ধু। আরআরআর- এ দারুণ করেছে সে।


আরোও অন্যান্য খবর
Paris