সোমবার

১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁ শহরে ঘুরে বেড়াচ্ছে হনুমান

Paris
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া বা কালোমুখো হনুমান। শহরের বড় গাছে, বাড়ির সীমানা প্রাচীরের ওপরে ও ঘরের চালে হনুমানটির একসঙ্গে দেখা যায়। হনুমানটি যেখানে যাচ্ছে কৌতূহলী এলাকাবাসী ভিড় করছে। দিচ্ছে ফলসহ নানান খাবার। গতকাল সোমবার সকাল ১১ টায় নওগাঁ শহরের পার নওগাঁর দক্ষিণ পাড়া মহল্লায় হনুমানটিকে দেখা যায়। কেউ বিরক্ত করলে মুখে ভেংচি কেটে ভয় দেখায় হনুমান। স্থানীয়রা বলছেন, ভারতীয় সীমান্ত পেরিয়ে কোনোভাবে হনুমানটি দিক হারিয়ে দেশে ঢুকে পড়েছে।

এরপর থেকেই এখানে-সেখানে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। মুখপোড়া হনুমান দেখে পথচারীরা অবাক। বনের হনুমান শহরে কোথা থেকে এলো! গাছের ওপরে বসে থাকা হনুমান দেখতে ভিড় জমতে থাকে। কেউ কলা, কেউ পাউরুটি এগিয়ে দেয়। কয়েকদিন ধরে হনুমানটিকে নওগাঁ ও এর আশপাশের এলাকায় দেখা যাচ্ছে। গত তিন মাস আগে একটি হনুমানকে সাপাহার উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন গাছে গাছে ঘুরতে দেখা গেছে। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুল রহমান জানান, সকালে বাড়ি প্রাঙ্গনের একটি গাছে হনুমানটি দেখতে পাওয়া যায়। হনুমানটি দেখে মায়া লাগে।

দোকান থেকে কলা কিনে গাছের ডালে রাখলে হনুমানটি তা নিয়ে খায়। এরপর অনেকক্ষণ সে গাছে অবস্থান করছিল। নওগাঁ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজিদুল রহমান বলেন, ‘হনুমান দলবদ্ধ হয়ে বসবাস করে। নওগাঁর পার নওগাঁ এলাকায় মুখপোড়া হনুমান দেখা গেছে। এরা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ, প্রজনন, খেলাধুলা, বিশ্রাম—সবকিছু এরা গাছে সম্পন্ন করে।

মূলত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে বলে এদের পাতা বানরও বলা হয়। বনভূমি হ্রাস পাওয়ায় এরা অস্তিত্বের সংকটে পড়েছে। পাশাপাশি দলছুট হয়ে পড়ায় এদের বংশবৃদ্ধিও হ্রাস পাচ্ছে। বাংলাদেশে এরা বিপন্ন।’ নওগাঁ জেলা বন কর্মকর্তা মো. মেহেদী জামান বলেন, ‘দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানকে এলাকাবাসী যেন কোনো ক্ষতি বা বিরক্ত না করেন, সে বিষয়ে সবার সচেতনতা দরকার। যদি লোকালয়ে হনুমানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তবে এটি বনাঞ্চলে ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।’


আরোও অন্যান্য খবর
Paris