রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

বাঘা বাউসায় চলতি পরিষদের চেয়ারম্যানসহ সবাই পরাজিত!

Paris
Update : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : রাজশাহী বাঘা উপজেলায় একটি ইউনিয়নের চলতি পরিষদের সবাই এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের কঠিন বার্তা দিয়েছেন। চেয়ারম্যান থেকে সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য কেউ-ই এবারের নির্বাচনে জিততে পারেনি। এমন ঘটনা ঘটেছে চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে। বাউসা ইউনিয়নের ভোটাররা বলছেন, জনগণের ভোট নিয়ে যারা জনগণের ভালোমন্দের দিকে নজর না দেবেন, তাদের জন্য এটি বড় সতর্কবার্তা। এবার যারা নির্বাচিত হয়েছেন, তারাও এর মাধ্যমে সতর্কবার্তা পাবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর উপজেলার আড়ানী, বাউসা ও চকরাজাপুর সহ তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাউসা ইউনিয়নের বেসরকারিভাবে ঘোষিত ফলে দেখা গেছে, এ ইউনিয়নের চেয়ারম্যান থেকে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য সবাই পরাজিত হয়েছেন। চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের ১৩ জনই বিপুল ভোটে হেরেছেন। ফলে পরিষদে এসেছেন নতুন ১৩ জন। জানা গেছে, বাউসা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও সদ্য সমাপ্ত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান শফিক ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে জিতেছিলেন। এবারের ভোটে জেতার জন্য দলের বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ তুফানের বাড়িতে কয়েক দফা হামলা চালান শফিক। তুফানকে মামলা দিয়ে জেলে দেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি।

শফিক গত ২৬ ডিসেম্বরের নির্বাচনে দ্বিতীয় স্থান পেয়েছেন। অল্পের জন্য বেঁচে গেছে জামানত। জেল থেকেই বিদ্রোহী নুর মোহাম্মদ তুফান মোটরসাইকেল প্রতীকে আট হাজার ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেখানে বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান শফিক নৌকা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪২৮ ভোট। ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী বাউসা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম পরাজিত হয়েছেন আবদুল আজিজের কাছে। ২ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম হেরেছেন কালাম বিডিআরের কাছে। ৩ নং ওয়ার্ড সদস্য মসলেম উদ্দিন হেরেছেন রেজাব উদ্দিনের কাছে।

৪ নং ওয়ার্ড সদস্য নাজির উদ্দিন হেরেছেন শাকিম আলির কাছে। ৫ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম পরাজিত হয়েছেন মহসিন আলির কাছে। সোহেল রানা ৬ নং ওয়ার্ডে হেরেছেন আখের উদ্দিনের কাছে। ৭ নং ওয়ার্ড সদস্য তুহিন আলি পরাজিত হয়েছেন সাহেব আলির কাছে। ৮ নং ওয়ার্ড সদস্য ইমাজ আলি হেরেছেন মুনতাজ আলীর কাছে। ৯ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী হেরেছেন আবদুর রহমানের কাছে।

এদিকে শুধু সাধারণ সদস্যই নয়-বাউসার সংরক্ষিত তিন নারী সদস্যও এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। ফল অনুযায়ী ১, ২ ও ৩ নং ওয়ার্ড সদস্য রাশিদা বেগম হেরেছেন শিরিনা খাতুনের কাছে। ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের সদস্য রাশেদা বেগম হেরেছেন হামিদা বেগমের কাছে। ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত আসনের সদস্য মাজেরা বেগম পরাজিত হয়েছেন খালেদা বেগমের কাছে।

বাঘা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে তিন, সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে ১২ প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হন। তবে পুরনোদের কেউ-ই পুননির্বাচিত হননি। পুরো পরিষদের পরাজয় প্রসঙ্গে জানতে চাইলে বাউসা ইউনিয়নে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিলে তাদের সবাইকে পরাজিত করেছে। তবে জনসেবায় ঘাটতির কারণে এমনটি ঘটেছে বলে তিনি মনে করেন না।


আরোও অন্যান্য খবর
Paris