শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

বাগমারায় ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন

Paris
Update : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকেল চার ঘটিকায় উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মচমইল মাদারীগঞ্জ পাকা রাস্তায় এ মানববন্ধন করা হয়। ঘটনা ও গ্রামবাসী সূত্রে জানা যায় গত ২৯ ডিসেম্বর বেলা একটার দিকে, আক্কেলপুর গ্রামের মৃত আবু সাঈদ সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার (৩৬) জনৈক গৃহবধূকে (৩১) নিজ বাড়িতে ভোটের কথা বলে ডেকে নেন। এ সময় দুই সন্তানের জনক সাইফুলের বাড়িতে কেউ ছিলেন না। এক পর্য়ায়ে বাড়ির লোহার মেইন গেট লাগিয়ে কুপ্রস্তাব দেয় গৃহবধূকে। ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। ধস্তাধস্তির সময় ওই গৃহবধূর পরনের জামা-কাপড় ছিঁড়ে যায়। নিরুপায় গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশী নারী-পুরুষ ছুটে আসেন।

ঘটনা জানাজানি হলে গ্রামবাসী সাইফুলকে আটক করে। গ্রামের একজন প্রভাবশালী মিমাংসার নামে কৌশলে সাইফুলকে পালাতে সহায়তা করেন। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী পলাশ মাহমুদ, শাহানারা বেওয়া, জাহানারা বিবি, জামাল হোসেন, ৬ ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি কালু মোল্লা জানান, সাইফুল পূর্বে একাধিক কুকর্ম করে ধরা খাই। প্রভাবশালীদের ম্যানেজ করে রক্ষা পায়। একাধিক নারীর শ্লীলতাহানি করেছে। মানববন্ধন থেকে সাইফুলের দৃষটান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে সূত্র জানায়। মুঠোফোনে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম, দ্রুত ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠাচ্ছি।


আরোও অন্যান্য খবর
Paris