শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক মঞ্জুরুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

Paris
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : মফস্বল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ সাংবাদিক মঞ্জুরুল হকের ২৯ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে রাজশাহী প্রেসক্লাব। গতকাল শনিবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভার মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেনÑ মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, দৈনিক সংবাদের প্রতিনিধি জিএম হাসান-ই-সালাম বাবুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সহঃ সভাপতি ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক জনগণের পক্ষে ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সর্বদা লেখনির মাধ্যমে সোচ্চার ছিলেন। তরুণ প্রজন্মের সাংবাদিকরা তার কাছ থেকে শিক্ষণীয় বিষয়গুলো ধারন করলে এগিয়ে যাবে। মঞ্জুরুল হককে ধারণ করেই সাংবাদিকতায় চলমান সংকটকালের অবসান ঘটাতে হবে। লোভ-লালসা পরিত্যাগ করে সামাজিক দায়বদ্ধতা থেকে বস্তনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। তারা বলেন, সাংবাদিকরা জাতিকে পথ দেখায়। তাদের লেখনির ফলে দেশের পটভূমি পরিবর্তন হয়। সাংবাদিকরাই দেশে সুস্থ ধারার রাজনীতি ফেরাতে সক্ষম।


আরোও অন্যান্য খবর
Paris