বুধবার

২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বগুড়া কারাগারের ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে আটক শহীদ এএইচএম কামারুজ্জামানের বর্ণাঢ্য জীবন, আজ জন্মবার্ষিকী নাচোলে ইলামিত্র সংগ্রহশালা পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলা হবে শিশুশ্রম মুক্ত : প্রতিমন্ত্রী শেখ হাসিনা দেশ বিক্রি করে না : প্রধানমন্ত্রী দিল্লি সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী বাইডেন-ট্রাম্প মুখোমুখি বিতর্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, গুরুত্ব পাবে মানসিক যোগ্যতা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, মুক্তি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ নাটোরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

চারঘাটে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Paris
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

চারঘাট প্রতিনিধি : আগামী ২৬ ডিসেম্বর রাজশাহীর চারঘাট উপজেলায় ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চতুর্থ ধাপে এ নির্বাচনে সব প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যাচাই শেষে পাঁচ জনের প্রার্থীতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তাগণ।

বাতিলরা হলেন- সরদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান। তাঁর জন্ম তারিখ ভুল এবং তিনি পুলিশের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হওয়ায় প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও চারজন ইউপি সাধারণ সদস্যের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এরা হলেন- বয়স কম থাকায় সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সোহাগ আলী, ব্যাংক খণ থাকায় সরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম, বয়স কম থাকায় শলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী ও ব্যাংক খণ থাকায় ভায়ালক্ষীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলাম।

যাচাই-বাছাই শেষে ছয়টি ইউপিতে চূড়ান্ত মনোনয়ন চেয়ারম্যান পদে ২৮ জন ও সংরক্ষিত আসন থেকে ৭৮ জন, সাধারণ সদস্য পদে ২৩৬ জন চূড়ান্ত প্রার্থী করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, যাদের প্রার্থীতা বাতিল হয়েছে তারা ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। তারপর এসব প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবেন।


আরোও অন্যান্য খবর
Paris