শনিবার

২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীর বনলতা হোটেলে অভিযান, মালিকসহ ১৭ জন আটক বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জোরালো হচ্ছে ধানের দাম বেশি-ঈদের ছুটির অজুহাতে চালের বাজার চড়া প্রাক্-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে জড়ো হয়েছে হাজারো রোহিঙ্গা নাচোলে আমবাগান পরিদর্শন করলেন ১৩ দেশের রাষ্ট্রদূত বাঘায় বাবুল হত্যাকান্ড নিয়ে এমপি শাহরিয়ারের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, ঈর্শাপরায়ণ : মেয়র লিটন বাঘায় আ’লীগ নেতা বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ আসামীর রিমান্ড মঞ্জুর পবিত্র কাবাঘর সংরক্ষণের দায়িত্ব পেলেন যিনি ৪১০ মিলিয়ন বছর আগে ‘ফুটন্ত শিলা’ যেভাবে মঙ্গোলিয়ায় মহাসাগর সৃষ্টি করেছিলো

ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের অবিশ্বাস্য ড্র!

Paris
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

এফএনএস : টেস্ট ক্রিকেটর সকল সৌন্দর্য, সকল উত্তেজনা যেন একসাথে নেমে এসেছিল কানপুর টেস্টের শেষ দিনে। ভেঙেচুরে খানখান হওয়া ভয়ংকর ঘূর্ণি উইকেটে নিউজিল্যান্ডের পক্ষে ম্যাচ জেতা প্রায় অসম্ভব ছিল। ড্র করাটা ছিল আরও কঠিন। কিন্তু সেই অবিশ্বাস্য কাজটাই করে দেখাল নিউজিল্যান্ড। শেষ উইকেট জুটিতে ভারতের বাঘা বাঘা বোলারদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করলেন আজাজ প্যাটেল আর রাচিন রবীন্দ্র। শেষ ওভারে রবীন্দ্র জাদেজা এসেও এই জুটি ভাঙতে পারেননি। ফলাফল- ম্যাচ ড্র। কানপুর টেস্ট জয়ের জন্য কিউদের সামনে ২৮৪ রানের টার্গেট দেয় ভারত।

রোববার শেষ বিকেলে ১ উইকেটে ৪ রান তুলে কিউইরা দিন শেষ করেছিল। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়েছিলেন উইল ইয়ং। সোমবার সকাল থেকেই ভয়ংকর হয়ে ওঠেন ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিন। পঞ্চম দিনের ভাঙাচোরা উইকেটে দুজনে রীতিমতো ঘূর্ণিঝড় তোলেন। টম ল্যাথাম ছাড়া আর কেউ ফিফটি করতে পারেননি। কিউই ওপেনার একপ্রান্ত আগলে রেখে ১৪৬ বলে ৩ বাউন্ডারিতে ৫২ রান করে অশ্বিনের বলে আউট হন। তিন নম্বরে নেমে উইলিয়াম সমারভেইলি ১১০ বল খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন। অধিনায়ক কেন উইলিয়ামসন (২৪) নিজেকে খুঁজে পাননি।

৮ নম্বরে নেমে অবিশ্বাস্য এক লড়াই শুরু করেন স্পিন অল-রাউন্ডার রাচিন রবীন্দ্র। দিনের তখনও ৮.৪ ওভারের মতো বাকি। পরপর আউট হয়ে যান কাইল জেমিসন আর টিম সাউদি। এমন মুহূর্তে শেষ ব্যাটার আজাজ প্যাটেলকে নিয়ে দিনের বাকি ৫২ বল কাটিয়ে দেন রবীন্দ্র। এই দুজনকে আউট করতে আঁটোসাটো ফিল্ডিং সাজায় ভারত। কিন্তু লাভ হয়নি।

৯১ বল খেলে ১৮* রানে অপরাজিত থাকেন রবীন্দ্র। আর আজাজ ২৩ বল খেলে করেন অপরাজিত ২* রান। ৯ উইকেটে ১৬৫ রান তোলে নিউজিল্যান্ড। আম্পায়ার আলো মেপে ঘোষণা করেন, আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। অতএব, ম্যাচ ড্র। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ফিফটি করে ম্যাচসেরা ভারতের শ্রেয়স আয়ার।


আরোও অন্যান্য খবর
Paris