শনিবার

২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীর বনলতা হোটেলে অভিযান, মালিকসহ ১৭ জন আটক বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জোরালো হচ্ছে ধানের দাম বেশি-ঈদের ছুটির অজুহাতে চালের বাজার চড়া প্রাক্-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে জড়ো হয়েছে হাজারো রোহিঙ্গা নাচোলে আমবাগান পরিদর্শন করলেন ১৩ দেশের রাষ্ট্রদূত বাঘায় বাবুল হত্যাকান্ড নিয়ে এমপি শাহরিয়ারের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, ঈর্শাপরায়ণ : মেয়র লিটন বাঘায় আ’লীগ নেতা বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ আসামীর রিমান্ড মঞ্জুর পবিত্র কাবাঘর সংরক্ষণের দায়িত্ব পেলেন যিনি ৪১০ মিলিয়ন বছর আগে ‘ফুটন্ত শিলা’ যেভাবে মঙ্গোলিয়ায় মহাসাগর সৃষ্টি করেছিলো

পাকিস্তান জয়ের পথে এগিয়ে

Paris
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

এফএনএস : প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করার পর দ্বিতীয় ইনিংসে যথারীতি আসা-যাওয়ার খেলা খেলেন বাংলাদেশি ব্যাটাররা। একমাত্র লিটন দাস ছাড়া সবাই ব্যর্থ। জয়ের জন্য পাকিস্তানের সামনে টার্গে ২০২ রান। বাকি ছিল দেড় দিনের চার সেশন। কিন্তু চতুর্থ দিনের বিকালেই জয়ের পথে অনেকটা এগিয়ে গেল পাকিস্তান। সোমবার দিনশেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান। জয়ের জন্য মঙ্গলবার শেষ দিনে তাদের আরও ৯৩ রান প্রয়োজনে। প্রথম ইনিংসের মতো শতাধিক রানের ওপেনিং জুটি গড়েছেন আবিদ আলী আর আব্দুল্লাহ শফিক। বাংলাদেশের দেওয়া টার্গেট চেজ করতে নেমে ধীরে সুস্থে ব্যাটিং শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী আর আব্দুল্লাহ শফিক।

চতুর্থ দিনের হিসেবে উইকেট কিছুটা হলেও ক্ষতবিক্ষত হওয়ার কথা। তবে বাংলাদেশি বোলারদের নির্বিষ বোলিং সেই পিচ থেকে সুবিধা নিতে পারছে না। তাই এই টেস্টেই দ্বিতীয়বারের মতো শতাধিক রানের ওপেনিং জুটি পেয়ে যায় পাকিস্তান। ৮৮ বলে ফিফটি তুলে নেন শফিক। এর আগে আবিদ আলীও ৯২ বলে ফিফটি পূরণ করেন। বিনা উইকেটে ১০৯ রান তুলে চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে অল-আউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাসই একমাত্র বড় রান করেন। ৮ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৯ বলে ৫৯ রান। যাতে ছিল ৬টি বাউন্ডারি।

শেষদিকে কোনো সঙ্গী পাননি লিটন। এ ছাড়া সাদমান ইসলাম (১), সাইফ হাসান (১৮), শান্ত (০), মুমিনুল (০), মুশফিক (১৬), ইয়াসির (৩৬), মিরাজ (১১), নুরুল (১৫), তাইজুল (০), আবু জায়েদ (০) এবং এবাদত হোসেন (০*) রান করেন। ইয়াসির আলী অবশ্য মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে ভালোই খেলছিলেন। লিটনের সঙ্গে জুটি হয়েছিল ৪৭ রানের। টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় জয়ের জন্য পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ২০২ রানের।


আরোও অন্যান্য খবর
Paris