বুধবার

২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বগুড়া কারাগারের ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে আটক শহীদ এএইচএম কামারুজ্জামানের বর্ণাঢ্য জীবন, আজ জন্মবার্ষিকী নাচোলে ইলামিত্র সংগ্রহশালা পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলা হবে শিশুশ্রম মুক্ত : প্রতিমন্ত্রী শেখ হাসিনা দেশ বিক্রি করে না : প্রধানমন্ত্রী দিল্লি সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী বাইডেন-ট্রাম্প মুখোমুখি বিতর্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, গুরুত্ব পাবে মানসিক যোগ্যতা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, মুক্তি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ নাটোরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

শিবগঞ্জে ইউপি নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

Paris
Update : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সারাদেশে রবিবার ৩য় ধাপে ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকালে উপজেলার বেশকিছু ইউনিয়নের ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটাররা উৎসব মূখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রতিটি কেন্দ্রেই সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। উপজেলার ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

১৪৫টি কেন্দ্রে ১ হাজার ৩২টি বুথে ৩ লাখ ৪০ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫১১ জন। নির্বাচনে ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ হাজার ৬৪ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া টহলে নিয়োজিত রয়েছে র‌্যাবের একাধিক টিম। জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ভোটাররা ভোটকেন্দ্রগুলোতে উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিযনে ১৪৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য মাঠে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তকাবস্থায় রয়েছে এবং নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। চাঁপাইনবাবগঞ্জে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে, নির্বাচনে এরই মধ্যে মনাকষা ও নয়ালাভাঙ্গা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় ওই দুই ইউনিয়নে চেয়ারম্যানের পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছেনা। কোথাও কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris