শনিবার

২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীর বনলতা হোটেলে অভিযান, মালিকসহ ১৭ জন আটক বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জোরালো হচ্ছে ধানের দাম বেশি-ঈদের ছুটির অজুহাতে চালের বাজার চড়া প্রাক্-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে জড়ো হয়েছে হাজারো রোহিঙ্গা নাচোলে আমবাগান পরিদর্শন করলেন ১৩ দেশের রাষ্ট্রদূত বাঘায় বাবুল হত্যাকান্ড নিয়ে এমপি শাহরিয়ারের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, ঈর্শাপরায়ণ : মেয়র লিটন বাঘায় আ’লীগ নেতা বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ আসামীর রিমান্ড মঞ্জুর পবিত্র কাবাঘর সংরক্ষণের দায়িত্ব পেলেন যিনি ৪১০ মিলিয়ন বছর আগে ‘ফুটন্ত শিলা’ যেভাবে মঙ্গোলিয়ায় মহাসাগর সৃষ্টি করেছিলো

টি-টোয়েন্টির মজা নষ্ট করে দিয়েছে ওপেনাররা : গেইল

Paris
Update : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

এফএনএস : ক্রিকেটের ফরম্যাট দিনে দিনে আরও ছোট হয়ে আসছে। টি-টোয়েন্টির পর শুরু হয়েছে টি-টেন ক্রিকেট লিগ। যদিও এটা আন্তর্জাতিক স্বীকৃতি এখনও পায়নি। ভবিষ্যতে হয়তো পেয়েও যেতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটের অবিসংবাদিত ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের কাছে এখন আর ২০ ওভারের ক্রিকেট উপভোগ্য মনে হচ্ছে না। তিনি নজর দিয়েছেন ১০ ওভারের ক্রিকেটে। গেইলের মতে, ওপেনারদের সতর্ক ব্যাটিং টি-টোয়েন্টির মজাটাই নষ্ট করে দিয়েছে! এ মুহূর্তে আবুধাবিতে চলছে টি-১০ টুর্নামেন্ট। যেখানে নিয়মিতই বড় স্কোর গড়ছে দলগুলো।

অন্যদিকে টি-টোয়েন্টি ম্যাচগুলো ১৪০ থেকে ১৭০-৮০ স্কোরেই শেষ হচ্ছে। ‘টিম আবুধাবি’র হয়ে গেইল খেলেছেন ২৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৫২ রানের ইনিংস। স্ট্রাইক রেট ২২৬.০৮! এরপর টি-টোয়েন্টি নিয়ে হতাশা প্রকাশ করে ৪২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘একেবারে সোজা কথায় বললে, টি-টোয়েন্টিতে ওরা (ওপেনার) মজাটাই নষ্ট করে দিচ্ছে। কারণ, প্রথম ৪ ওভারে ওপেনাররা বেশি রান করতে পারে। কিন্তু তারা আক্রমণ শুরু করতে অনেক বেশি সময় নিচ্ছে।’ গেইল আরও বলেন, ‘আমার মনে হয় টি-১০ ক্রিকেটে যা হচ্ছে, টি-টোয়েন্টির শুরুটাও এমনই হয়েছিল।

প্রথম ওভার থেকে ব্যাটাররা চালিয়ে খেলতে শুরু করত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট এরপর থেকে অনেক ধীরগতির হয়ে গেছে। টি-১০ ক্রিকেট এসে এখন আবার হিটিংয়ের মান আরেকটু উঁচুতে নিয়ে গেছে। মাঝেমধ্যে টি-টোয়েন্টির ওপেনাররা হয়তো নিজেরা বড় ইনিংস খেলতে চায়। তাতে প্রথম ছয় ওভারে ওদের ব্যাটে যে আগুন থাকা উচিত, সেটা থাকে না। এখনকার এ ব্যাপারটা আমার ভালো লাগে না। কিন্তু টি-১০ একেবারে ঠিক আছে। আশা করি, সামনে আরও বেশি বেশি টি-১০ ক্রিকেট দেখব।’


আরোও অন্যান্য খবর
Paris