শুক্রবার

৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন এখন বাংলাদেশকে সমীহ করে চলে খবরদারি করা দেশগুলো : প্রধানমন্ত্রী রাওয়ালপিন্ডি ও করাচিতে বাংলাদেশের টেস্ট যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কে এই কিয়ার স্টারমার? ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ প্রার্থীর বাজিমাত রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল বান্দরবানে বেনজীরের ২৫ একর জমির নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন ওমানে বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে : প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে চায় না ডেমোক্রেটরা এমপি আনারের লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল হতে পারে

দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে পাকিস্তান

Paris
Update : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

এফএনএস : দিনের প্রথম সেশনে ব্যাট হাতে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশের বোলিংটাও যেন নির্বিষ হয়ে গেল। চেয়ে চেয়ে পাকিস্তানের দুই ওপেনারের ব্যাটিং দেখা ছাড়া দিনের দুই সেশনে আর যেন কিছুই করার রইল না মুমিনুল বাহিনীর। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে পাকিস্তান। অতিথিদের সংগ্রহ বিনা উইকেটে ১৪৫ রান। বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ১৮৫ রানে। ব্যাটিং কিংবা বোলিংয়ে এই দিনটি বাংলাদেশের জন্য চরম ব্যর্থতার। এই ব্যর্থতার গল্প দ্রুত মাথা থেকে সরাতে পারলেই কাল থেকে নতুন উদ্যমে মাঠে নামা সম্ভব হবে।

বাংলাদেশের ৩৩০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংস দেখেশুনে শুরু করে পকিস্তান। সময় গড়ানোর সাথে সাথে উইকেটও বেশ সহজ হয়ে যায়। বল সুন্দরভাবে ব্যাটে আসতে থাকে। দুই ওপেনার আবিদ আলী আর আবদুল্লাহ শফিক ধীরেসুস্থে শুরু করলেও পরে রানের গতি বাড়ান। আবিদ তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। আব্দুল্লাহ ব্যক্তিগত ৯ রানে এলবিডাব্লিউ হলেও আম্পায়ার দেননি। বাংলাদেশও রিভিউ নেয়নি। ৩৭ ওভারে পাকিস্তানের ওপেনিং জুটি তিন অঙ্ক ছুঁয়ে ফেলে। সময় যত গড়াতে থাকে, বাংলাদেশি বোলারদের বোলিংয়ের ধার যেন কমতে থাকে।

পাকিস্তান দিন শেষ করে বিনা উইকেটে ১৪৫ রান তুলে। আবিদ আলী ১৮০ বলে ৯ চার ২ ছক্কায় ৯৩* আর আবদুল্লাহ শফিক ১৬২ বলে ২টি করে চার-ছক্কায় ৫২* রানে অপরাজিত আছেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে নিজেদের প্রথম ইনিংসে ৩৩০ রানে অল-আউট হয় বাংলাদেশ। ৪৯ রানে ৪ উইকেট হারানোর পর লিটন দাস আর মুশফিকুর রহিম ২০৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন।

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তার ২৩৩ বলে ১১৪ রানের ঝলমলে ইনিংসটি ছিল ১১টি চার এবং ১টি ছক্কায় সাজানো। মুশফিক তিন অংকের খুব কাছে গিয়েও আউট হন ২২৫ বলে ৯৫ রানে। শেষের দিকে ৩৮* রানে অপরাজিত থাকেন সঙ্গীহীন মেহেদি মিরাজ। ২০.৪ ওভারে ৫১ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন পেসার হাসান আলী।


আরোও অন্যান্য খবর
Paris