বুধবার

১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের সহযোগিতা পেতে চাইলে স্বীকৃতি দিতে হবে: তালেবান

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

এফএনএস : আফগানিস্তানের তালেবান সরকারের জনকল্যাণমন্ত্রী আবদুল মান্নান ওমরি বলেছেন, আন্তর্জাতিক সমাজ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে যতটা খারাপভাবে তুলে ধরছে বাস্তব অবস্থা ততটা খারাপ নয়। সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ভাই মান্নান ওমরি বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, সারাবিশ্ব একথা বলে বেড়াচ্ছে যে, আফগানিস্তান মহা সমস্যার সম্মুখীন; কিন্তু তারা এ সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না। আব্দুলমান্নান ওমরির ভাষায়, বিশ্ব সমাজ তালেবান সরকারের ব্যাপারে নজিরবিহীন নীতি গ্রহণ করেছে যা তাদের জন্য কোনো ফল বয়ে আনবে না।

তিনি বলেন, বিশ্ব সমাজ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে দ্বৈত নীতি গ্রহণ করেছে। তালেবানের জনকল্যাণমন্ত্রী বলেন, যখন আমাদের কাছে বিশ্বের কোনো প্রয়োজন দেখা দিচ্ছে তখন তারা বলছে, তালেবানের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু যখন আমরা আমাদের প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলতে চাই তখন তারা বলে, আমরা এখনও তোমাদেরকে স্বীকৃতি দেইনি। তিনি স্পষ্ট করে বলেন, আমাদের সহযোগিতা চাইলে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris