বুধবার

১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৩২ হাজার কোটি টাকায় হোটেল বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প

Paris
Update : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

এফএনএস : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানায় থাকা ওয়াশিংটন ডিসি হোটেল বিক্রি করে দিতে রাজি হয়েছেন। মিয়ামিভিত্তিক বিনিয়োগ সংস্থা সিজিআই মার্চেন্ট গ্রুপের সঙ্গে হোটেল বিক্রির ব্যাপারে কথা হচ্ছে, তারা ওই ভবন থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলার পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হোটেলটি ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার (৩২ হাজার কোটি টাকা) এটি বিক্রির পরিকল্পনা রয়েছে ট্রাম্প পরিবারের। চলতি বছরের অক্টোবরে ডেমোক্রেট নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের হাউস কমিটি জানিয়েছিল, প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওই হোটেল ১৫০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের তথ্য দিয়েছিলেন ট্রাম্প।

অথচ, ওই সময়ে হোটেল ব্যবসায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। কমিটি আরও জানিয়েছে, হোটেলটি ৩.৭ মিলিয়ন ডলার পেয়েছে বিদেশি সরকারের কাছ থেকে। যা সেই হোটেলের সাত হাজার ৪০০ রাতের ভাড়ার সমান। তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, ওয়াশিংটন মনুমেন্টের পরই হোটেলটি শহরের দ্বিতীয় সর্বোচ্চ স্থাপনা। এর আগে, ভবনটি মার্কিন সরকারের ডাক বিভাগের প্রধান কার্যালয় হিসেবেও ব্যবহার করা হয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris