রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

মান্দায় গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী পলাতক

Paris
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সবুজ হোসেন পলাতক রয়েছেন। মৃত গৃহবধূর নাম আয়েশা আক্তার (১৮)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী ও রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, উপজেলার দাসপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সবুজ হোসেনের সঙ্গে প্রায় ১ বছর আগে রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে আয়েশা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ লেগে ছিল। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করতেন স্বামী সুবজ হোসেন। মৃতের বাবা আশরাফুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে মেয়ে আয়েশা আক্তারকে নির্যাতন করছিল জামাই সবুজ হোসেন।

এসবের জের ধরেই মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূ আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল প্রতিবেদন তৈরিসহ ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris