রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেয়ে খুশি গোমস্তাপুরের ৫৯৫ পরিবার

Paris
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : “আশ্রয়নের অধিকার” “শেখ হাসিনার উপহার” শেখ হাসিনার ঘোষণা কেউ গৃহহীন থাকবে না। এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণ প্রকল্পের অধীনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এ পর্যন্ত ৫৯৫ টি বাড়ি নির্মাণ করা হয়েছে। তন্মধ্যে প্রথম ধাপে ৯৫ টি দ্বিতীয় ধাপে দুই পর্বে ৩০০ ও ২০০ টি বাড়ি নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষে উপকারভোগীদের মাঝে বাড়িগুলো বরাদ্দ দেয়া হয়েছে।

বর্তমানে বাড়িতে বসবাস করে ভূমিহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের নামোকাঞ্চনতলা গ্রামের আফসার আলী ও কুলসুম বেগম বলেন, এতদিন আমাদের মাথা গোঁজার মতো একটুকরো জমি ছিল না। পরের জমিতে কোনরকমে ঘর তুলে বসবাস করছিলাম। এখন পাকা ঘর পেয়ে তাদের সব কষ্ট দূর হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার তাদের কাছে স্বপ্নের মতো।

বাড়ি নির্মাণের সবচেয়ে বড় প্রকল্প আলমপুর মৌজার আশ্রয়ন প্রকল্পের বসবাসকারী কয়েকজন উপকারভোগী জানান, বাপ দাদা চৌদ্দ পুরুষ থেকে তারা ভূমিহীন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কারণে আজ তারা পরিবার পরিজন নিয়ে নিজেদের জন্য একটি বসবাসের ঠিকানা পেয়েছেন। গোমস্তাপুর উপজেলার বিভিন্নস্থানে সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পের বসবাসকারী সকলের সাথে কথা বলে একই ধরনের মতামত পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, গোমস্তাপুর উপজেলা ৫৯৫টি বাড়ি বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে যথাযথভাবে প্রতিটি বাড়ি নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে উপকারভোগীদের মাঝে বাড়ি বরাদ্দ দেয়া হয়েছে। তবে জমির দলিল হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের মাঝে স্বপ্নের বাড়ি সঠিকভাবে প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ দেয়া হয়েছে। বাড়ি বরাদ্দ পেয়ে ভূমিহীনরা আনন্দ-উচ্ছ্বাসে তাদের দিন অতিবাহিত করছে। উপজেলা প্রশাসন কঠোর ভাবে মনিটরিং করে ৫৯৫ টি বাড়ির নির্মাণ কাজ সুন্দরভাবে সমাপ্ত করেছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ দেয়ার সুযোগ নেই।


আরোও অন্যান্য খবর
Paris