সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছরের শিশুদের জন্য ফাইজার টিকা অনুমোদন

Paris
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রথমবার করোনাভাইরাস প্রতিরোধী টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রে পাঁচ বছর বয়সের প্রায় দুই কোটি ৮০ লাখ শিশু রয়েছে। এদের মধ্যে অনেকেই সশরীরে স্কুলে যেতে শুরু করায় ভাইরাস সংক্রমণের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চূড়ান্তভাবে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পরই এদের দেওয়া শুরু হবে। শিশুদের ডোজ কিভাবে দেওয়া উচিত সে সম্পর্কে এখনো মার্কিন রোগ নিয়ন্ত্রন ও পতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে আগামী মঙ্গলবার একটি উপদেষ্টা দলের আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে। যদিও ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গতকাল শনিবার থেকেই ফার্মেসি, শিশু বিশেষজ্ঞদের কার্যালয়সহ বিতরণকারী বিভিন্ন জায়গায় টিকা পাঠানো শুরু করবে।

তবে ১২ বছরের বেশি বয়সীদের মতো ৩০ মাইক্রোগ্রামের সাধারণ ডোজ নয় যুক্তরাষ্ট্রে ছোট বাচ্চাদের দেওয়া হবে ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ। মার্কিন নীতিনির্ধারকরা জানিয়েছেন, পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজারের টিকা দেওয়ায় ঝুঁকির তুলনায় সম্ভাব্য উপকারিতা অনেক বেশি। জানা গেছে, শিশুদের জন্য তৈরি টিকার শিশির ছিপির রঙ কমলা রাখবে বলে জানিয়েছে ফাইজার-বায়োএনটেক।

বাকিদের জন্য বর্তমানে যে টিকা দেওয়া হচ্ছে, তার শিশির ছিপির রঙ বেগুনি। দুটি টিকা যাতে মিশে না যায়, সেজন্য রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। অদূর ভবিষ্যতে পৃথিবীর বহু দেশেই এ টিকা রফতানি করতে হবে ফাইজারকে। কোম্পানিটি সে প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris