রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

বাঘায় স্কুলের প্রধান ফটক ভেঙ্গে শিশু শিক্ষার্থী জখম

Paris
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দরজা ভেঙ্গে পড়ে রিয়া আক্তার (৭) নামে এক শিক্ষার্থী গুরতর আহত হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টায় বিদ্যালয় চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। সে উপজেলার চন্ডিপুর গ্রামের রনজু ইসলামের মেয়ে এবং উক্ত বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শীক্ষার্থী । প্রত্যক্ষদর্শিরা জানান, এদিন সকালে রিয়া বিদ্যালয়ে প্রবেশের সময় বিদ্যালয়ে প্রবেশের প্রধান দরজা (লোহার তৈরী) ভেঙ্গে পড়ে তার নিচে চাপা পড়ে।

এ সময় শিশুটির কান্নায় পাশ্ববর্তি দোকানি ইকবাল ও আলমসহ অন্যান্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত ডাঃ স্বপ্না বলেন, শিশুটির বাম চোখের সামান্য উপরে লোহার পাত ঢুকে মারাত্মক ক্ষত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তার সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে রিয়ার পিতার অভিযোগ, বিদ্যালয়ে প্রবেশের লোহার তৈরী দরজাটি দির্ঘদিন থেকে ঝুকিপুর্ন হয়ে আছে। দরজাটির ওয়ালের সঙ্গে সংযুক্ত তিনটি ক্লাম্বের মধ্যে দুটি ক্লাম্ব প্রায় পাঁচ মাস পূর্বে ভেঙ্গে গেছে। শুধুমাত্র উপরের ক্লাম্বটির সাহায্যে দরজাটি ওয়ালের সঙ্গে সংযুক্ত ছিল। বিষয়টি স্থানীয়রা বারংবার বিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করলেও তারা বিষয়টি কর্নপাত করেনি। তাদের দায়িত্বে অবহেলার কারনে আমার মাসুম সন্তান গুরুতর জখম হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত দরজাটি মিস্ত্রি না পাওয়ায় মেরামত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনাকবলিত শিশুর সঙ্গে আমি রামেক হাসপাতালে আছি। সে বর্তমার্নে অনেকটা সুস্থ আছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মির মামুনুর রহমান বলেন, বিষয়টি জানার পর আমাদের পক্ষ থেকে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris