শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাকিবের ভাবনা

Paris
Update : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

এফএনএস : আগামী অক্টোবরে ওমান ও আরব আমিরাতে বসতে যাচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপের আসর। বিশ্বকাপে কোয়ালিফায়ার খেলেই মূল পর্বে লাল-সবুজ জার্সিধারীদের খেলতে হবে। জটিল এই পরিস্থিতিতে নিজেদের সম্ভাবনা যেমনই হোক না কেন, সাকিবের চাওয়া মন খুলে বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। অনলাইন প্ল্যাটফর্ম দারাজের সাত বছর পূর্তি উপলক্ষে লাইভ প্রোগ্রামে এসেছিলেন সাকিব। সেখানেই তিনি নিজেদের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আসলে বড় দল কিংবা ছোট দল বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তাদেরই জেতার সম্ভাবনা বেশি। চেষ্টা থাকবে যেন আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। ভালোভাবে টুর্নামেন্ট যেন শেষ করতে পারি।’

ব্যক্তিগত লক্ষ্য নিয়ে সাকিব বলেছেন, ‘আমি আসলে এখনো কোন টার্গেট ঠিক করিনি, কিংবা করতেও চাই না। আমি চাই আমাদের দল মন খুলে খেলুক। যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করুক, তাহলে হয়তো দলগত জায়গা থেকে অনেক দূর যেতে পারবো।’ প্রথম পর্বে ওমানে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড। তাই কোয়ালিফায়ার রাউন্ড ভালোভাবে উতরে যাওয়া উচিত বলে মনে করেন সাকিব, ‘প্রথমত, আমাদের কোয়ালিফায়ার খেলতে হবে।

এটা আমাদের ভালোভাবেই উতরে যাওয়া উচিত। টি-টোয়েন্টিতে আসলে ভবিষ্যদ্বাণী করা খুব মুশকিল। সবগুলো দলের আসলে সমান সুযোগ থাকে। যেহেতু কোন ভুল করলে ক্যামবেক করার সময়টা খুব কম। সে জায়গা থেকে ভুল করা যাবে না।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। কোথায় গিয়ে থামবেন- সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে সাকিবের উত্তর, ‘যত দিন আমার মন চাইবে খেলবো। এখনো সিদ্ধান্ত নেইনি (হাসি)।’


আরোও অন্যান্য খবর
Paris