সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগমারাকে মাদকমুক্ত করতে শপথ পাঠ করালেন এমপি এনামুল হক

Paris
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : মাদক মুক্ত উপজেলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা। বর্তমানে মাদকের করালগ্রাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবসমাজ সহ তাদের পরিবার। আইন করেও বন্ধ করা যাচ্ছে না মাদকের ভয়াবহতা। মাদক নির্মূল করতে হিমশিম খাচ্ছেন আইন শৃংখলা বাহিনীর সদসরা। মাদকে আসক্ত হয়ে ধ্বংস হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন। অনেকেই চলে যাচ্ছে বিপথে। এদিকে পরিবার, সমাজ, গ্রামসহ উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শপথ গ্রহণ করেন। উপজেলাকে মাদক মুক্তকরতে শপথ বাক্য পাঠ করালেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

গতকাল রোবরার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভায় এই শপথ বাক্য পাঠ করানো হয়। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সাথে একাত্মতা ঘোষণ্ াকরে হাত তুলে শপথ বাক্য পাঠ করেন সবাই। এ সময় সবাই বলেন, আমরা মাদক সেবন করবো না। মাদকের সাথে নিজেকে জড়াবো না। পরিবার তথা উপজেলাকে মাদক মুক্ত করতে সর্বদা সচেষ্ট থাকবো। কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করবো। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার,

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল সহ বিভিন্ন দপ্তররের প্রধান এবং জনপ্রতিনিধিগণ। এদিকে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিভিন্ন দপ্তরের চলামান উন্নয়ন মূলক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris