সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মান্দায় রিমান্ড শেষে ৪ ডাকাত কারাগারে

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ৩ দিনের রিমান্ড শেষে আন্তজেলা ডাকাতদলের চার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাদের নওগাঁ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এরপর শুনানী শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। রিমান্ডে আসা আসামিরা হলেন, পটুয়াখালী জেলার সদর উপজেলার বাদুরা গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪৮), বরগুনার আমতলী উপজেলার কুকুয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে মো. সাহাবুদ্দীন (৪৫), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার কুড়িপাড়া গ্রামের আবদুল হক মিয়ার ছেলে সিরাজ মিয়া ওরফে ঠান্ডু মিয়া (৪৮) ও পাবনার আমিনপুর এলাকার মৃত গফুর শেখের ছেলে সেলিম শেখ (৪৭)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, গত ১৪ আগস্ট ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যান। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের নাম-পরিচয়সহ তথ্য উদঘাটনে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড নেওয়া হয়েছিল। ওসি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন। উল্লেখ্য, ডাকাতির প্রস্তুতির সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার মোড় থেকে গত ১৪ আগস্ট ভোররাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris