সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাঘায় হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় জাকির হোসেন (২৫) নামক এক যুবক কে হত্যা মামলার পলাতক তিন আসামী কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী মহানগর এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করে বাঘা থানার মাধ্যমে গতকাল রোববার (২২ আগষ্ট) তাদের আদালতে প্রেরন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ এ তথ্য জানান। জানা যায়, র‌্যাব-৫ সিপিসি-২ নাটোরের একটি অপারেশন দল, গত শনিবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।

এ সময় বাঘা থানার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী আড়ানী নুরনগর এলাকার, আশিক রানা (২৬) পিতা- নাসির উদ্দিন, হিমেল আহম্মেদ (২৮) পিতা- হোসেন আলী ও মুরাদ আলী (৩০) পিতা- আবুল কাশেম কে গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানান, হত্যাকান্ডের শিকার উপজেলার বাউসা ইউনিয়নের খাগরবাড়িয়া গ্রামের মহির উদ্দিন মাস্টারের ছেলে জাকির এর সহিত ধৃত: তিন আসামীসহ অন্যান্য আসামীর অর্থ লেনদেনের বিরোধ ছিলো। এর জের ধরে গত ১১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে জাকির কে তার বাড়ী হতে মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ডেকে নেয় বর্নিত আসামিগন।

তাদের ডাকে জাকির খাগরবাড়িয়া তিন রাস্তার মোড়ে পৌঁছলে সেখানে প্রকাশ্যে জনসম্মুখে ধারালো চাকু দ্বারা পেটের ডান দিকে আঘাত করে নির্মম ভাবে হত্যা করে। এ ঘটনায় পরদিন (১২ জুলাই) জাকিরের পিতা বাদি হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীগণ ঘটনার পর থেকে পলাতক ছিল। আটকের পর আসামীদের বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, র‌্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত আসামীদের রোববার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। পূর্বেও তাদের নামে আরও মামলা রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris