সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চারঘাটের জমির বিরোধে হত্যায় বড় ভাই ও দুই ভাতিজা আটক

Paris
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটের পশ্চিম ভাটপাড়া গ্রামে গত শুক্রবার সকালে জমির বিরোধে ভাই-ভাতিজার হাতে মতিউর রহমান নামে এক ব্যক্তি খুন হয়। নিহত ব্যক্তি ঐ গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। এ ঘটনায় তার বড় ভাই ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত মতিউর রহমানের বড় ভাই খলিলুর রহমান (৬৫) এবং তার দুই ছেলে তোতা মিয়া (৪২) ও নিয়াজউদ্দীন (৪৫) কে রবিবার (১৫ আগষ্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়েছে। আটককৃতরা ঘটনার দিন আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

এ ব্যাপারে নিহত মতিউর রহমানের মেয়ে বাদী হয়ে চারঘাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে সংঘর্ষে খুনের ঘটনায় তিন বাবা-ছেলে কে আটক করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। ঘটনার পর থেকে তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এর আগে গত শুক্রবার (১৩ আগষ্ট) সকালে ৩০ শতাংশ জমি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় মতিউর রহমান এবং বড় ভাই খলিলুর রহমান ও তাদের ছয় ছেলে। সংঘর্ষে ভাই-ভাতিজার হাসুয়ার আঘাতে আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে মতিউর রহমানের মৃত্যু হয়। এই জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মাঝে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। আদালতে মামলাও চলমান আছে। সর্বশেষ ধান লাগানোর জন্য জমি দখল নিতে গিয়ে দুই ভাইয়ের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।


আরোও অন্যান্য খবর
Paris