রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

বাগমারায় হয়রানির প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

Paris
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় প্রধান শিক্ষককে নানাভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বাগমারা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ। লিখিত তিনি একই এলাকার আবুল কাসেম কবিরাজের ছেলে মাসুদ রানা ও তার বাহিনীর চাঁদাবাজিসহ নানান অপকর্মের বিবরণ তুলে ধরেন। প্রধান শিক্ষক বলেন, মাসুদ রানা ও বাহিনীর সদস্য মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণের সময় প্রধান শিক্ষকের মাধ্যমে ঠিকাদারের মাধ্যমে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। পরে ঠিকাদাররা তাদের টাকা দিতে অস্বীকার করলে মাসুদ রানা ও বাহিনীর সদস্যরা ভয়ভীতি ও মারপিটের হুমকি প্রদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এক পর্যায়ে ঠিকাদারের লোকজন প্রধান শিক্ষকের মাধ্যমে ৫ হাজার টাকা দিতে রাজি হলে তারা ওই টাকা গ্রহন না করে উল্টো ঠিকাদারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয় এবং প্রধান শিক্ষক হাফিজ আল আসাদকে তাদের নাম করে টাকা টাকা উঠিয়ে তা আত্মসাতের অপবাদ দেওয়া হয়। লিখিত বক্তব্য প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ মাসুদ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা দিনে দুপুরে সরকারি রাস্তার গাছ কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া মাসুদ বাহিনী বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগ নামে একটি ভুঁইফোড় সংগঠন দাঁড় করিয়ে এবং এই নামে এলাকায় ব্যানার ফেসটুন লাগিয়ে এলাকার বিভিন্ন পেশাজীবি মহলের কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।

তারা এলাকায় সরকারি রাস্তা সংলগ্ন স্কুলের জমি দখল করে রাতারাতি ঘর তৈরি করে তা উচ্চ মূল্যে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া মাসুদের এক শ্যালক পুলিশ বাহিনীর কর্মকর্তা হওয়ায় মাসুদ তার নাম ভাঙ্গিয়ে এবং এলাকায় নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানের হুমকি দিয়েও চাঁদাবাজি চালাতে থাকে। সম্মেলনে প্রধান শিক্ষক আরো জানান, এর আগে মির্জাপুর বিরহী গ্রামে একটি খাসপুরের মাছ লুটের মামলায় মাসুদকে তিন মাস হাজতবাস খাটতে হয়। এই জেল খাটার সুবাধে মাসুদ রাজশাহীর অগ্রনী স্কুল এ্যান্ড কলেজের সহকারি শিক্ষক পদে চাকুরী থেকে সাময়িক বরখান্ত হয়। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাসুদ রানা তার বিরুদ্ধে অনীত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris