শুক্রবার

১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে গোদাগাড়ীর ২ যুবকের যাবজ্জীবন নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে : মেয়র গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহী নগরীতে হাতেনাতে দুই ছিনতাইকারী আটক, ফোন উদ্ধার

Paris
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ছিনতাইকালে হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করেছে রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় ছিনতাইকারীর নিকট থেকে ছিনতাই হয়ে যাওয়া ১ লাখ ৩০ হাজার টাকা দামের স্যামসাং মোবাইলটিও ফোন উদ্ধার হয়। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর শিরোইল শুভ পেট্রোল পাম্পের পাশে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলেন, মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা এলাকার মৃত খয়রাত আলীর ছেলে জহুরুল ইসলাম রেন্টু (৩৫) ও মতিহার থানার মধ্যবুথ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে সাহাবুল ইসলাম রুবেল (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইউসুফ আলী নামের এক ব্যক্তি শিরোইল শুভ পেট্রোল পাম্পের পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় জহুরুল ও সাহাবুল রিকশার গতিরোধ করে ইউসুফকে তার পকেটে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। তবে ইউসুফ দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তার পকেটে থাকা মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এসময় ইউসুফ আলী আত্মচিৎকার করলে ছিনতাইকারীরা মোবাইলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থলের পাশেই থাকা বোয়ালিয়া থানার এসআই মো. গোলাম মোস্তফা, এসআই মো. আমিনুল ইসলাম ও তাদের সঙ্গীয় ফোর্স স্থানীয় লোকজনদের সহায়তায় এই দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীদের কাছ থেকে ছিনতাই করা ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোন উদ্ধার হয়। এই ঘটনায় বোয়ালিয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে পুলিশের এই কর্মকর্তা জানান।


আরোও অন্যান্য খবর
Paris