সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮ জন আটক

Paris
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

প্রেস রিলিজ : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ০৮ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।

যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ১১ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং শ্রী-কৃষ্ণ (৪২) কে ১০০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং ইসপিরিস হেমরন (৪১) কে ০৫লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ কর্তৃক ৯০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাগমারা থানা পুলিশ ১নং মোঃ শাহাদত হোসেন (৪০) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ সাজ্জাদ আলী(৩৮) এবং ২নং মোঃ আনসার আলী(৪৮) কে ৪৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ আবু হুরাইরা (হীরা) (২৯) কে ১২পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris