সোমবার

৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ২০ সমঝোতা কোটাবিরোধী আন্দোলনের ‘যৌক্তিকতা’ দেখছেন না প্রধানমন্ত্রী সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আলোচনা রাস্তা না থাকাই দুর্ভোগে মুসাখাঁ আশ্রয় প্রকল্পের বসবাসকারীরা ভারতীয় সেনাবাহিনীতে রোবট কুকুর ও সেবেক্স ২ বিস্ফোরক আমাকে কেবল ঈশ্বর নির্বাচন থেকে সরে যেতে রাজি করাতে পারেন : বাইডেন ফের অপু-বুবলীকে নিয়ে যা বললেন শাকিব খান জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণার মাধ্যমে শিশুদের গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীর মোহনপুরে স্কুল সংস্কারে অনিয়ম, ব্যবস্থা নেয়ার নির্দেশ এমপির শহীদ এএইচএম কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদন মন্ত্রী ফারুক খানের

বাগমারায় অপরিকল্পিত পুকুর খননে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

নুর কুতুবুল আলম, সাবাইহাট : রাজশাহীর বাগমারায় অবৈধ এবং অপরিকল্পিত পুকুর খননের ফলে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ হচ্ছে হাজারো কৃষক। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামাসহ বিভিন্ন মৌজায় জনদুর্ভোগের অন্তনাই। স্থানীয় প্রভাবশালীরা ব্রিজ কালভার্টের মুখে বাঁধ দেয়ার কারণে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তলিয়ে যাচ্ছে বসতবড়ি, পানবরজ, শতশত একর ফসলি জমি, ধানক্ষেতসহ চলাচলের রাস্তা। এলাকার অর্ধ-শতাধিক নারী-পুরুষের স্বাক্ষরসহ প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ অভিযোগ প্রাপ্তির বিষটি নিশ্চিত করেছেন। রামরামা গ্রামের ভুক্তভোগী আলাউদ্দীন সাহানা, আব্দুর রহিম, সাবিনা বিবিসহ বেশ কিছু বাসীন্দা জানান, আমরা প্রায় এক মাস থেকে পানিবন্ধী রযেছি। স্বাভাবিক চলাচলে অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টিপাতে বাহিরবাড়িতে পানি উঠে আসে । এলাকার তরুণ প্রজন্ম ঢাকার একটি বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থায় কর্মরত হাবিবুল্লাহ মোহাম্মদ হিমেল বলেন, অনাকাঙ্খিত জলাবদ্ধতায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।

চেউখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বকুল খরাদি জলাবদ্ধতা নিরসনে রাজশাহী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, নির্বাহী অফিসার শরিফ আহম্মদ, কৃষি অফিসার রাজিবুর রহমান, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুঠোফোনে বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার জানান, সকল ব্রিজ, কালভার্টের মুখ খুলে দেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris