শুক্রবার

৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল বান্দরবানে বেনজীরের ২৫ একর জমির নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন ওমানে বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে : প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে চায় না ডেমোক্রেটরা এমপি আনারের লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল হতে পারে সরকার স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিয়েছে : প্রধানমন্ত্রী নাটোরে বিএনপির সমাবেশে দুর্বৃত্তদের হামলায় বুলবুলসহ ৮ নেতাকর্মী আহত গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যানের নিজ অর্থায়নে এন্টিভেনম উপহার ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রাণ হারালেন শতাধিক ব্যক্তি বাঘা আওয়ামী লীগ নেতা বাবুল হত্যাকাণ্ড নিয়ে দায়িত্বহীনতা ছিলো কার? নানা প্রশ্ন

বাগমারায় অপরিকল্পিত পুকুর খননে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

নুর কুতুবুল আলম, সাবাইহাট : রাজশাহীর বাগমারায় অবৈধ এবং অপরিকল্পিত পুকুর খননের ফলে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ হচ্ছে হাজারো কৃষক। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামাসহ বিভিন্ন মৌজায় জনদুর্ভোগের অন্তনাই। স্থানীয় প্রভাবশালীরা ব্রিজ কালভার্টের মুখে বাঁধ দেয়ার কারণে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তলিয়ে যাচ্ছে বসতবড়ি, পানবরজ, শতশত একর ফসলি জমি, ধানক্ষেতসহ চলাচলের রাস্তা। এলাকার অর্ধ-শতাধিক নারী-পুরুষের স্বাক্ষরসহ প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ অভিযোগ প্রাপ্তির বিষটি নিশ্চিত করেছেন। রামরামা গ্রামের ভুক্তভোগী আলাউদ্দীন সাহানা, আব্দুর রহিম, সাবিনা বিবিসহ বেশ কিছু বাসীন্দা জানান, আমরা প্রায় এক মাস থেকে পানিবন্ধী রযেছি। স্বাভাবিক চলাচলে অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টিপাতে বাহিরবাড়িতে পানি উঠে আসে । এলাকার তরুণ প্রজন্ম ঢাকার একটি বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থায় কর্মরত হাবিবুল্লাহ মোহাম্মদ হিমেল বলেন, অনাকাঙ্খিত জলাবদ্ধতায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।

চেউখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বকুল খরাদি জলাবদ্ধতা নিরসনে রাজশাহী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, নির্বাহী অফিসার শরিফ আহম্মদ, কৃষি অফিসার রাজিবুর রহমান, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুঠোফোনে বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার জানান, সকল ব্রিজ, কালভার্টের মুখ খুলে দেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris